৫ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

সোমবার, ৩ মে, ২০২১

৫ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

৫ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

সংবাদদাতা,সঞ্জু কর্মকার :-  এবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ মে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ( #MamataBanerjee )। সাংবাদিকদের সামনে সোমবার এমনই জানান তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সোমবার পরিষদীয় দলের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামনে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান  আগামী ৫ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের পর ৬ মে বিধায়করা একে একে শপথ নেবেন। তবে এই মুহূর্তে গোটা মন্ত্রিসভার শপথের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে।

মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের পর কয়েকজন মন্ত্রী শপথ নিতে পারেন। এবং পরে সময় সুযোগ বুঝে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে বলে জানা যাচ্ছে। বর্তমানে গোটা দেশের সঙ্গে রাজ্যেও কোভিড (COVID 19) সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। সেই কারণে এই মুহূর্তে আড়ম্বর করে কোনও উদযাপন হবে না। কোভিড থেমে গেলে তবেই বিজয় উৎসব পালন করা হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad