সোমবার প্রায় ঘণ্টা খানেক ধরে চলে রাজ্যপাল ও মমতা বন্দোপাধ্যায়ের বৈঠক হলো রাজভবনে। - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

সোমবার, ৩ মে, ২০২১

সোমবার প্রায় ঘণ্টা খানেক ধরে চলে রাজ্যপাল ও মমতা বন্দোপাধ্যায়ের বৈঠক হলো রাজভবনে।

মমতা বন্দোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করলেন রাজ্যপাল

 

Vote result in West Bengal 2021

সংবাদদাতা,সঞ্জু কর্মকার :- রবিবার ভোটের ফলপ্রকাশ হওয়ার পর আজ সোমবার প্রায় ঘণ্টা খানেক ধরে চলে রাজ্যপাল ও মমতা বন্দোপাধ্যায়ের বৈঠক হলো রাজভবনে। বৈঠক শেষে মমতা বন্দোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করলেন রাজ্যপাল।

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে তৃণমূল। আগামী ৫ মে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে পারেন মমতা বন্দোপাধ্যায়।

সোমবার পরিষদীয় দলের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামনে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান  আগামী ৫ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের পর ৬ মে বিধায়করা একে একে শপথ নেবেন। তবে এই মুহূর্তে গোটা মন্ত্রিসভার শপথের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে।

মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের পর কয়েকজন মন্ত্রী শপথ নিতে পারেন। এবং পরে সময় সুযোগ বুঝে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে বলে জানা যাচ্ছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad