নির্বাচনে পিঙ্ক বুথে স্বাস্থ্য সচেতনতার উদ্যোগ Desun Hospital - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ৩১ মে, ২০২৪

নির্বাচনে পিঙ্ক বুথে স্বাস্থ্য সচেতনতার উদ্যোগ Desun Hospital

Desun health awareness initiative at the pink booth in the election

 

নির্বাচন কমিশন মহিলাদের ক্ষমতায়ন এবং নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যা হল পিঙ্ক বুথ। এই উদ্যোগের অংশ হিসেবে মহিলাদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে Desun Hospital ‘পিঙ্ক বুথ’-এ স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি কিট বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। সপ্তম দফার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মহিলাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য কিট প্রদান করা হল হসপিটালের পক্ষ থেকে।

এদিন Desun Hospital গ্রুপের ডিরেক্টর শাওলি দত্ত, সিনিয়র কনসালটেন্ট সহ মেডিকেল ডিরেক্টর ডাঃ সুজয় রঞ্জন দেব, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডাঃ অপরূপা ঘোষ এবং ডিরেক্টর ক্রিটিক্যাল কেয়ার ডাঃ মোহিত খারবান্দা এবং জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক উপস্থিত ছিলেন।

হসপিটালের পক্ষ থেকে এদিন জানানো হয়, কমিশনের হাতে ১০টি হুইল চেয়ার সহ ৪০টি বুথে মহিলাদের জন্য ১৫০টি কিট তুলে দেওয়া হয়েছে।


Tagged 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad