করোনা নিয়ে সচেতন করতে ফুলের মালা পরানো হলো - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

করোনা নিয়ে সচেতন করতে ফুলের মালা পরানো হলো

করোনা নিয়ে সচেতন করতে ফুলের মালা পরানো হলো 

করোনা নিয়ে সচেতন করতে ফুলের মালা পরানো হলো 

সংবাদদাতা,সঞ্জু কর্মকার :-  বৃহস্পতিবার  মাস্ক না পড়ে বাড়ির বাইরে বের হয়ে সাধারন নাগরিকদের কাছে সবক শিখতে হলো সচেতনহীন কিছু মানুষকে।  জুটলো সাদা ফুলের মালা। সঙ্গে বিনা মূল্যের মাস্ক। এদিন করোনা নিয়ে এই অভিনব প্রচার করলেন নরেন্দ্রপুর থানার গ্রীন পার্কের বাসিন্দারা। ওই এলাকার সাধারণ মানুষ সোনারপুর স্টেশন রোডের গ্রীন পার্ক মোড়ে দাঁড়িয়ে করোনা নিয়ে অসচেতন মানুষ, যারা এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের হয়ে নিজের এবং অন্যদের বিপদ ডেকে আনছেন। তাঁদের গলায় রজনীগন্ধার মালা পরিয়ে দেন। পাশাপাশি করোনা সম্পর্কে সচেতন করে তাঁদের মুখে বেঁধে দেন মাস্ক। মাস্কটি দেওয়া হবে বিনামূল্যে।  সাধারণ নাগরিকদের এই উদ্যোগে লজ্জায় পড়ে যান মাস্ক বিহীন রাস্তায় বের হওয়া মানুষ। তাঁদের এই ভুল আর হবে না বলে জানান তাঁরা। তবে নাগরিকদের এই উদ্যোগে আপ্লুত ওই এলাকার মানুষ। তাঁরা সাধুবাদ জানিয়েছেন তাঁদের। করোনার ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় পর্যায়ের ঢেউ আছড়ে পড়েছে গোটা রাজ্যে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই অবস্থায় এখনো সচেতন হচ্ছেন না কিছু মানুষ। ফলে বিপদ বাড়ছে। তাই মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নেমেছেন নরেন্দ্রপুর গ্রীন পার্ক এলাকার বাসিন্দারা।

খবর সংগ্রহীত Bengal News থেকে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad