কী কী ঘটল দেশে ২০২০ বর্ষে ? - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ৭ মে, ২০২১

কী কী ঘটল দেশে ২০২০ বর্ষে ?

 কী কী ঘটল দেশে ২০২০ বর্ষে ? 


২০২০। বর্ষশেষে দাঁড়িয়ে ঘুরে দেখা ফেলে আসা বছরটাকে। প্রাপ্তি-অপ্রাপ্তির চুলচেরা বিচার না-ই বা করলাম, ঘটনার ঘনঘটায় অন্তত বছরটা ছাপ রেখে যাওয়ার মতোই। এক ঝলকে দেখে নেওয়া যাক প্রাপ্তি-অপ্রাপ্তির সেই হিসেব-নিকেশ


১) কোভিড, লকডাউন, অতঃপর— দিনটা ৩০ জানুয়ারি। জানা গেল, কেরালায় চিন ফেরত এক জনের দেহে মিলেছে নভেল করোনাভাইরাসের উপস্থিতি। সঙ্গে সঙ্গে কোয়ারান্টাইন। খড়ের গাদার সূঁচ খোঁজার মতো শুরু হল কনট্যাক্ট ট্রেসিং। সেই সূত্রপাত, বাকিটা ইতিহাস। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়া। সংক্রমণের চেন ভাঙতে প্রথমে জনতা কার্ফু, তার পর লকডাউন। পলকের মধ্যে পুরো দেশ ঘরবন্দি! অত্যাবশ্যকীয় তালিকা মাস্ক-স্যানিটাইজার! জোরকদমে শুরু হল করোনার ভ্যাকসিন তৈরির কাজ, বছর শেষে হিসেব কষতে গেলে, হাতে রইল পেন্সিল মোটেই বলা যাবে না। এদেশে করোনার তিনটে ভ্যাকসিন তৈরির কাজ জোরকদমে এগোচ্ছে। সব ঠিকঠাক থাকলে নতুন বছরের গোড়ার দিকেই বাজারে চলে আসতে পারে ভ্যাকসিন। করোনা আতঙ্কে গোটা একটা বছর কাটিয়ে আসার পর এখন সেই আশাতেই বুক বাঁধা।


২) পরিযায়ীদের পথচলা— মাইলের পর মাইল হেঁটে চলেছেন তাঁরা। বোঁচকা, ব্যাগ-পত্তর আর কোলে-কাঁখে বাচ্চা-কাচ্চা নিয়ে। তাঁরা কারা? সরকারি খাতায় ওদের পরিচয় ‘পরিযায়ী শ্রমিক’। এতদিন পরিযায়ী বলতে আমরা বুঝতাম শীতকালে উড়ে আসা ভিনদেশী পাখির দল। কিন্তু ২০২০ ‘পরিযায়ী’ শব্দের একটা অন্য অর্থ শিখিয়ে দিয়ে গেল। লকডাউনে এই হাজার হাজার খেটে খাওয়া মানুষের ঘরে ফেরার মরিয়া চেষ্টা বুঝিয়ে দিল পেটের দায়ে কত শত মানুষ ভিনরাজ্যে খাটতে যান। লকডাউনে প্রিয়জনের কাছে ফেরার চেষ্টা কেড়েছে কতশত প্রাণ, আর সেই প্রাণের বিনিময়ে লকডাউনেও ঘুরেছে শ্রমিক স্পেশাল ট্রেনের চাকা। এ কি নিঃশব্দ বিপ্লব নয়?


৩) দিল্লিতে সংঘর্ষ— ফেব্রুয়ারির শেষ দিক। এনআরসি আর সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভ তখনও জারি। দিল্লির শাহিনবাগ ও নানা জায়গায় সিএএ-র বিরুদ্ধে চলছে প্রতিবাদ-আন্দোলন। দাবি, মুসলিম-বিদ্বেষী আইন প্রত্যাহার করতে হবে। তার মধ্যেই আচমকা ২৩ ফেব্রুয়ারি সাম্প্রদায়িক অশান্তির আগুন জ্বলে উঠল উত্তর-পূর্ব দিল্লিতে। একের পর এক বাড়ি, স্কুল, ধর্মস্থানে চলল ভাঙচুর, লাগানো হল আগুন। পুলিশ, আইবি আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষ— নিহতের তালিকা দীর্ঘতর। ড্রেন থেকে উঠছে স্তূপীকৃত লাশ! সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৫৩, বেসরকারি হিসেবে যা একশোরও বেশি!


৪) নির্ভয়া ধর্ষকদের ফাঁসি— ২০১২ সালে দিল্লির বুকে এক নৃশংস ধর্ষণ-খুনের সাক্ষী থেকেছিল দেশ। প্যারামেডিক্যালের সেই ছাত্রী হয়ে উঠেছিলেন দেশের বেটি ‘নির্ভয়া’। তাঁর খুনিদের শাস্তির দাবিতে মিছিল, বিক্ষোভ— কিছু কম হয়নি। অবশেষে ২০২০-এর ২০ মার্চ ফাঁসিকাঠে ঝোলানো হল নির্ভয়ার চার ধর্ষককে। তার আগে অবশ্য একের পর এক আদালতে প্রাণভিক্ষার আর্জি, ভোর-রাতে সুপ্রিম কোর্টে শুনানি— চলেছে অনেক নাটক। অবশেষে মিলল ন্যায়।



৫) হাথরস ধর্ষণ— নির্ভয়া ধর্ষকদের ফাঁসি তো হল, কিন্তু বর্বরতা থামল কই? ২০২০-এর সেপ্টেম্বর, স্থান— উত্তরপ্রদেশের হাথরস। জিভ কাটা, সারা শরীরে দগদগে ক্ষত নিয়ে হাসপাতালে প্রাণ গেল এক দলিত তরুণীর। মৃত্যুকালীন জবানবন্দিতে মেয়েটি জানিয়েছিল, গ্রামেরই উচ্চবর্ণের তিন যুবক মিলে ধর্ষণ করেছে তাঁকে। কিন্তু সত্যিই কি ধর্ষণ হয়েছিল? প্রশ্ন তুলল পুলিশ। রাতের অন্ধকারে পুলিশই পুড়িয়ে দিল মেয়েটির দেহ! প্রতিবাদে ময়দানে নেমে পড়ল সব রাজনৈতিক দল। চলল টানাপোড়েন। অবশেষে মামলা গেল সিবিআইয়ের হাতে, জানা গেল সেদিন গণধর্ষণেরই শিকার হয়েছিল মেয়েটা!


৬) ইন্দো-চিন সংঘর্ষ— ডোকলামে ভারত ও চিনের সেনার স্ট্যান্ড-অফের পর লাদাখ থেকে টুকটাক সংঘর্ষের খবর প্রায়ই আসে, কিন্তু তা বলে এমন? ১৫ জুন রাতে লাদাখের গলওয়ান উপত্যকায় ধুন্ধুমার। জানা গেল, ভারতের ভূখণ্ডে চেকপোস্ট বানানোর চেষ্টা চালাচ্ছিল চিন, বাধা দেয় ভারতীয় সেনা। দু’দেশের সেনার হাতাহাতিতে শহিদ হন ভারতের এক কম্যান্ডিং অফিসার-সহ ২০ জন সেনা। ভারতের অবশ্য দাবি, চিনের তরফে নিহতের সংখ্যাটা ৪০-এরও বেশি। সেই বিবাদ ও অবিশ্বাসের জল এতদূর গড়িয়েছে, এই শীতেও লাদাখে দু’দেশের সেনা মোতায়েন!


৭) রামমন্দিরের শিলান্যাস— সব বিতর্ক-বিবাদ দূরে সরিয়ে অযোধ্যার বুকে রামমন্দিরের শিলান্যাস সেরেই ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার কারণে জমায়েত তেমন হতে পারেনি ঠিকই, কিন্তু আয়োজনে কমতি ছিল না। আর তার ঠিক কয়েক মাস পরই বাবরি ধ্বংসের মামলায় লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশী, উমা ভারতী-সহ ৩২ জন বেকসুর খালাস।


৮) সুশান্তের মৃত্যু, তার পর?— ১৪ জুন দুপুর। টিভি স্ক্রিনে ব্রেকিং— বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ! আর তার পর, অবসাদ, বলিউডের নেপোটিজম, মাদকচক্র— উঠে এল একের পর এক দিক। আত্মহত্যা নাকি খুন? চলল কাটাছেঁড়া। তদন্ত আত্মহত্যার তত্ত্বে সিলমোহর দিলেও মাদক-তদন্তের জল এখনও গড়াচ্ছে।


৯) রাজনীতির নক্ষত্রপতন— রাজনীতির ক্ষেত্রে এ বছরে হারানোর তালিকা নেহাত ছোট নয়। প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে তরুণ গগৈ, আহমেদ প্যাটেল, রামবিলাস পাসোয়ান, যশবন্ত সিং, অমর সিং—একের পর এক হেভিওয়েট রাজনীতিককে হারানোর সাক্ষী থেকেছে ২০২০।


১০) কৃষি আইনে তোলপাড়— সেপ্টেম্বরে সংসদে পেশ হয়েছিল তিনটি কৃষিবিল। সরকারি মান্ডিতে ন্যূনতম সহায়ক মূল্যে ফসল বিক্রির পাশাপাশি বাইরেও কোনও সংস্থার কাছে ফসল বিক্রিতে ছাড়পত্র, সঙ্গে চুক্তি চাষে অনুমোদন। বিলগুলো পেশ হওয়ার পর থেকেই কৃষিতে বেসরকারিকরণের অভিযোগে বিক্ষোভের পারদ চড়ছিল, সেটারই বিস্ফোরণ ঘটল নভেম্বরে, বিল আইনে পরিণত হওয়ার পর। উত্তর ভারত থেকে দলে দলে কৃষক পাড়ি জমালেন দিল্লির পথে। দাবি, কৃষি আইন প্রত্যাহার। প্রবল ঠান্ডাতেও প্রতিবাদ জারি, আলোচনাতেও সমাধানসূত্র এখনও অধরা।


খবর সংগ্রহীত  :- "এই সময়" থেকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad