কবিতা ~ বর্ষশেষের কবিতা
কবি ~ শ্যামল কুমার মন্ডল
কবিতা ~ বর্ষশেষের কবিতা
কবি ~ শ্যামল কুমার মন্ডল
বর্ষশেষের কবিতায় ভরা
বেদনা- বিষাদ- সিন্ধু
হাহাকারে ঢাকে বিশ্ব নিখিল
তপ্ত অশ্রুবিন্দু।
পাওয়া না পাওয়ার হিসেবের ঘরে
বিয়োগের ভাগ বেশি
তব শেষাঙ্কে হৃদয়েরই জয়
বাঁচতেই ভালবাসি।
কলম চলে না, তুলিও সরে না
জলছবি তবু আঁকে
বিষাদ- সিন্ধু মথলে জীবন
গান গায় তারি ফাঁকে।
থামে না জীবন, থামতে পারে না
এগিয়েই শুধু চলে
বাঁচার লড়াই লড়তেই হবে
প্রতি ইতিহাস বলে।
তাই তো তোমার বিদায় প্রাতে
জানাই কুর্নিশে
তুমি বেঁচে রবে দু'হাজার কুড়ি
মানুষের ইতিহাসে।।
৩১/১২/২০২০


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন