"ভালোবাসার সার্কাস" কবি ~ প্রিয়াঙ্কা পিহু কর্মকার - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

রবিবার, ৯ মে, ২০২১

"ভালোবাসার সার্কাস" কবি ~ প্রিয়াঙ্কা পিহু কর্মকার

ভালোবাসার সার্কাস

কবি-প্রিয়াঙ্কা পিহু কর্মকার



ভালোবাসার সার্কাস

কবি-প্রিয়াঙ্কা পিহু কর্মকার


কলকাতায় এবার  বসন্তে ,

ভালোবাসার সার্কাসে  -

তুমি দাঁড়িয়ে  আছ কাগজী গোলাপ হাতে 

আমার এলো মেলো চুলের 

সেই অব্যক্ত নানা কথার ক্যাম্পাসে 

তোতো বাস্তবে বাচঁবে কতক্ষণ 

হৃদয়ের সেই গভীরে ,

ইগোর বয়ে চলে চোরা স্রোত •

মুখোমুখি দাড়িঁয়েও -আধুনিকতার চলভাষে লিখে চলি -

সমাজ- অভিমানের রোজনামচা.

কলকাতার  ভালবাসার  সার্কাসে -

তুমি আমি নিত্য জোকার  -আর এখানে,

 প্রসাধনী হাসিতে  মাতোয়ারা নাটকীয় সমাজের চারিধার ......।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad