"পুরুষ" কলম ~ প্রিয়াঙ্কা পিহু কর্মকার - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

রবিবার, ৯ মে, ২০২১

"পুরুষ" কলম ~ প্রিয়াঙ্কা পিহু কর্মকার

নিবন্ধ ~ পুরুষ

কলম ~ প্রিয়াঙ্কা পিহু কর্মকার 




নিবন্ধ ~ পুরুষ

কলম ~ প্রিয়াঙ্কা পিহু কর্মকার 


ঘরের সকল দায়িত্ব  হাসতে হাসতে  অর্ধ ফাঁকা পকেটে যে পালন করে । 

"হ্যাঁ সেই পুরুষ ।"

১০ টা ৫ টার হাড়ভাঙা খাটনি 

কিংবা

কাক ভোরের  সেই না খেয়ে মুটে মজুরী করতে যাওয়া মানুষটা ট্রেন বাস সংসাসের ভীড়ে ও ঢাক্কায় বিধস্ত প্রতিদিন ।

"হ্যাঁ তারা পুরুষ ।"

হাজার ডিগ্রীর ভারে ভাড় পরিণত হয়েও  

প্রহসনের সমাজে  নিত্য হেসে যায় 

নিজেকে বেকারের পরিচয়ে 

"হ্যাঁ সে পুরুষ ।"

একজন ছেলে-বাবা- ভাই- স্বামীর বিভিন্ন ভূমিকায় অভিনয় করেও 

অক্লান্ত পরিশ্রমের পর ও মানসিক পাহাড়ের উপরে বসে  নিকোটিনের লাভায় ডুবে যায় সে প্রতিদিন ।

"হ্যাঁ সে পুরুষ ।"

মধ্যবিত্তায়ন  কাঁটাতারে প্রতিদিন ছিন্নভিন্ন হওয়ার পর ও যে চোখের রক্তাভর মধ্যে দিয়েও প্রাণ খুলে হেসে বলে- "খুব ভালো আছি"

 " হ্যাঁ সেই পুরুষ। "

ব্যর্থ প্রেমিক হয়েও । 

প্রতিদিন নিজের প্রেমিকার অবহেলায় নিত্য দাফন হয় যে ।

"হ্যাঁ সেই পুরুষ ।" 

বিকৃত মানসিকতার কিছু নরপশুদের জন্য সকল পুরুষ সমাজকে নারীবাদীদের রক্তচক্ষুর স্বীকার হতে হয় প্রতিদিন । তবুও  স্যানিটরী প্যাডের উপযুক্ত ব্যহারের প্রতিবাদে এগিয়ে আসে 

সেই প্রথম পুরুষ । 

সতীদাহ -বাল্যবিবাহরোধ- বিধবাবিবাহ এই সবকিছুর প্রতিবাদের মূল কান্ডারীও

 "সেই পুরুষ । "

নারীবাদীত্বের কথামালা সাজানোর জন্য যারা  নারীদের উপযুক্ত করেছে । 

"সেও একজন পুরুষ । "

তাই সকল পুরুষ ধর্ষক নয় 

কেউ কেউ আমাদের প্রকৃত পুরুষ হয় ।

আমার বাবা আমার ভাই একজন পুরুষ ।

 তাদের সম্মান প্রতিদিনের প্রতিমুহূর্তের জানাই ।


""পুরুষ তুমি পিতা 

পুরুষ তুমি ভ্রাতা 

মানতেই হবে তোমারই  রেনেঁসাসের প্রথম পরিত্রাতা ।

তোমাদের জানাই সেলাম ।""


..........♡  প্রিয়াঙ্কা পিহু ♡........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad