@একদিন ঠিক বুঝবে@ কলমে :- প্রিয়াঙ্কা কর্মকার পিহু - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

সোমবার, ১০ মে, ২০২১

@একদিন ঠিক বুঝবে@ কলমে :- প্রিয়াঙ্কা কর্মকার পিহু

 @একদিন ঠিক বুঝবে@




 @একদিন ঠিক বুঝবে@

কলমে :- প্রিয়াঙ্কা কর্মকার পিহু


 আজ বুঝলে না আমায় 

ঠিক আছে  

কিন্তু একদিন বুঝবে 

যেদিন তোমার মত কাউকে তুমি পাবে ।

  

যেদিন তুমি তার সাথে 

দেখা করার অনেক  অবসর সময় পাবে 

কিন্তু সে ব্যস্ত না হয়ে  ও

ব্যস্ত হওয়ার ভান করবে 

শত ব্যস্ততা তুচ্ছ করেও 

তোমার জন্য সময় রাখতাম 

আজ তো আমায় বুঝলেনা 

একদিন  বুঝবে 

 

 যেদিন নিজের ইচ্ছে গুলোকে 

তুমি পাবেনা কোনো প্রাধান্য তার কাছে

বড্ড সেকেলে তুমি !

 সে তোমাকে বলবে 

আজ তো বুঝলেনা আমাকে 

একদিন ঠিক বুঝবে 


সারাদিন online থেকেও 

তোমাকে ignore  করবে 

তুমি চাইবে 

কিন্তু 

তোমাদের  ছবি সে তার ডি.পি করতে 

না চাইবে 

হাজার অবহেলা ও আমি শুধু তোমাকে ভালোবাসতাব

 আজ বুঝলেনা আমাকে 

একদিন ঠিক বুঝবে


শুধু একটু সময় 

আর ভালোবাসা  চেয়েছিলাম 

তোমার কাছে 

তুমি ও তার কাছে একদিন তাই চাইবে 

কিন্তু 

সে শুধুই তোমার  STATUS  তোমাকে বোঝাবে

 

আমি আমার পুরো জগত তোমাকে চিনিয়েছি 

তুমি ও তার কাছে নিজেকে যখন

ঠিক সেভাবেই  চেনাতে চাইবে 

তখন তোমাকে ও সে 

সবার কাছে পরিচয় দিয়ে আসবে 

JUST FRIRND  হিসাবে 

সেদিনই সত্যিকারের 

ভালোবাসা তুমি খুঁজবে 


আজ বুঝলে না আমায় 

ঠিক আছে 

কিন্তু একদিন বুঝবে 

যেদিন তোমার মত  কাউকে  তুমি পাবে ।


সেদিন আমার সাথে করা প্রতিটা 

ব্যবহারের মূহুর্ত তোমার মনে পড়বে 

যেদিন নিজের সামনে 

ঠিক নিজেকে দেখবে ।


প্রিয়াঙ্কা  পিহু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad