📖#কবিতা ~ #কথা 📖 ✍#কলমে ~ #প্রিয়াঙ্কা_পিহু_কর্মকার ✍ - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

সোমবার, ১০ মে, ২০২১

📖#কবিতা ~ #কথা 📖 ✍#কলমে ~ #প্রিয়াঙ্কা_পিহু_কর্মকার ✍

📖#কবিতা ~ #কথা 📖    

✍#কলমে ~ #প্রিয়াঙ্কা_পিহু_কর্মকার ✍


📖#কবিতা_কথা 📖    ✍#কলম_প্রিয়াঙ্কা_পিহু_কর্মকার ✍


 কথা

প্রিয়াঙ্কা পিহু কর্মকার 


সমাজ কথা বলে 

     সত্যি বলে - মিথ্যেও বলে ।


সমাজ কথা শোনে 

    ভালো শোনে - খারাপ ও শোনে ।


সমাজ কথা ভাবে 

      প্রতক্ষ্য ভাবে -পরোক্ষ ও ভাবে ।


সমাজ কথা বোনায় 

                 মননে - বচনে ও 


সমাজ কথা খায় 

         চিবিয়ে -গিলে ও 


শুধু , কথার খেলায় মেতে আছে 

                

            সমাজ 


কথা শুধু বিক্রি হচ্ছে 

               গলি তে - মোড়ে 

হাটে ও বাজারে 


কথার দাম , 

সমাজে ----চড়া 


কথার নাম 

সমাজে তার অস্তিত্বে গড়া 


আর , 

মানুষের কথার দাম ? 


ধুর ! মৃত মানুষ কথা বলে নাকি ! 


✍#প্রিয়াঙ্কা_পিহু


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad