📕 কবিতা- দাগ 📕 কবি- ✍ প্রিয়াঙ্কা কর্মকার পিহু ✍ - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

সোমবার, ১০ মে, ২০২১

📕 কবিতা- দাগ 📕 কবি- ✍ প্রিয়াঙ্কা কর্মকার পিহু ✍

 কবিতা- দাগ
কবি- ✍ প্রিয়াঙ্কা কর্মকার পিহু ✍



কবিতা- দাগ

কবি- ✍ প্রিয়াঙ্কা কর্মকার পিহু ✍


ঐ মেয়ে

তোমার রক্তে কি কোনা 

জাতের গন্ধ পেয়েছিল তারা ।

যে ধ্বংসের চরমলীলায় মেতেছে এমন ।

তোমার আঘাত সেতো 

সমাজের গায়ে এঁকে দিল 

অশনির  সংকেত ।


ঐ মেয়ে

তোমার মুখে কি দেখেছিল তারা -

কোনো মানচিত্র !

যা  ছিন্ন করার ইচ্ছে তে 

প্রলয়ের ধ্বনি 

সূচিত হল-

 রক্তাক্ত শরীরের প্রতিটি 

বিন্দুতে  !!


ঐ মেয়ে

তুমি জানো না ?

সমাজের ধরম করম সব ভিন্ন ,

কিন্তু হানাহানির নেই নাম অন্য !

নারী মাংসের কোনো ধরম শিলমোহর নেই 

থাকেনা কোনো রিজেকশনের ট্যাগ

শুধু যে রক্ত সিঞ্চিত তোমার দেহ ,

 ওখানেই হয়তো রয়েছে 

কোনো মাতৃত্ব আস্বাদনের দাগ 


তারা তো দেখেনি সেটা 


ঐ মেয়ে 

তোমাকে বীভৎষ করে 

যে উল্লাসে মেতেছিল তারা 

মোমবাতির মিছিলে আর 

সেকুলারের যুক্তি তক্কে 

 উবে গেছে যারা....


কিন্তু 

মানবিকতার আতস কাঁচ দিয়ে 

দেখ 

রক্তের দাগ আজ ও চারিদিকে 

আছে ।

মানবতা  ধূলোন্ঠিত  প্রহসনের মাঝে ।


ঐ মেয়ে

দেখো দেখো দেখো

নিজের শক্তি কে চেয়ে 

দেখো শেখো দেখো ......


✍প্রিয়াঙ্কা পিহু ✍


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad