"কাজের মাসি" কলমে - বিশ্বনাথ চৌধুরী - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

সোমবার, ১০ মে, ২০২১

"কাজের মাসি" কলমে - বিশ্বনাথ চৌধুরী

 "কাজের মাসি"কলমে - বিশ্বনাথ চৌধুরী





 "কাজের মাসি"
কলমে - বিশ্বনাথ চৌধুরী

ওই বাড়ির বৌদি ভালো
কাজ করতে দেয় নি,
করোনা য় মাইনে দিল
দেরি তো তার হয় নি।
পাশের বাড়ির ধনী দাদা
ডাকে শুধু টেলিফোনে,
কাজ না করে মাইনে দিচ্ছি
বলে শুধু জনে জনে।
আমরা কাজের লোক বলে কি
মানুষ আমরা নই?
আমরা থাকলে ওরা থাকবে
বলবই বলবই।
বিপদ সময় আসল মানুষ
চেনা যে ঠিক যায়,
তাদের বাড়ি করবো না কাজ
যাদের বেশি দায়
লক ডাউন এ সব বন্ধ
সবাই এটা জানে,
খোঁজ রাখছে কাজের মাসির
যাচ্ছে সে কোনখানে?
ছুটি তো নেই সারাজীবন
কাজ করে যাই শুধু,
তবুও কেন যায়না পাওয়া
কথায় একটু মধু।
জানি এমনি কাজ করিনা
পাই তো কিছু টাকা,
কাজ না করলে বলবে তারা
টাকা তো নেই ফাঁকা।
অসুখ বিশুক হতে যে নেই
থাকতে হবে সুস্থ,
টাকা তুমি এত যে পাও
তবুও কেন দুঃস্থ?
সাফাইওয়ালা ময়লা নেওয়া
সেটাই যে তার কাজ,
করোনা র জন্য যে তাই
আসেনি তাই আজ।
ধনী দাদার কথায় যে পাই
একই রকম সুর,
পরের দিন আসার পর
করে যে দূর দূর।
এমন কাজ কি করা ভালো
সমর্থন কি করি?
সবাই যদি হাত তুলে দেয়
কাজ কি করতে পারি?
বাজার কিংবা দুধওয়ালা
বন্ধু সবাই এরা,
ভাবতে যদি পারি আমরা
ধন্য হবে তারা।
তাহলে বলি কাজের মাসি
অবহেলা আর নয়,
এবার থেকে মাথায় করে
রাখবো নিশ্চয়।
     
                          তারিখ - ০৭/০৪/২০২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad