"সম্বন্বয়" কবি- ✍ প্রিয়াঙ্কা কর্মকার পিহু ✍ - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

সোমবার, ১০ মে, ২০২১

"সম্বন্বয়" কবি- ✍ প্রিয়াঙ্কা কর্মকার পিহু ✍

 "সম্বন্বয়"কবি-  ✍ প্রিয়াঙ্কা কর্মকার পিহু ✍


 "সম্বন্বয়"
কবি-  ✍ প্রিয়াঙ্কা কর্মকার পিহু ✍

    (একাত্ম)
------------
"আমি" টাকে সামলে রাখি
কখন  আবার "তুমি " তে মিশতে চাইবে ।
ভীষণ সচেতন থাকি তাই -
প্রতিদিনের  সেই 
যেন কলম আর  ডায়েরীর  পাতার 
অবাধ অন্তরঙ্গতার  মত ।
এত সচেতনতার  ভরমেও 
"তুমি " তে সেই ,
"আমি" মিশে যাই চরমতম -
প্রকাশের অবয়বে ...।

  ( কৌতহুলী)
--------'----
নিকোটিনের ধোঁয়ায়
ছেলেটির জীবনের অন্ধকার দিক সবাই দেখল ...
কিন্তু ,
সেই ধোঁয়ায় যে মেয়েটির অস্তিত্ব পুঁড়ে ছাই হচ্ছে
দিন- দিন - প্রতিদিন ;
তার খবর কে রাখে ভাই  -!

     (চেষ্টার মৃত্যুক্ষণ)
----------------------
রডোডেনড্রন পেরিয়ে এসে গ্যাস বেলুনের বায়নায় কি শুনতে পাচ্ছ আমার সেই চিৎকার -
আত্মনার্দ 
আমি ভালো নেই 
ভালো থাকার অভিনয়ে আজ ব্যর্থ আমি 
কাজলের কলঙ্ক আজ চোখের কোণকে করেছে উদ্বাস্তুদের আস্থানা ।
আবার শোনো -
আমি ভালো নেই 
ভালো থাকাতে পারচ্ছিনা ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad