৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সাথে সাথে দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসে কম্বল বিতরণ করলো রাজারহাট আঞ্চলিক ব্রতচারী সমিতি ও রোটারি ক্লাব ওফ কলকাতা ওয়েস্ট রিজ - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

demo-image

৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সাথে সাথে দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসে কম্বল বিতরণ করলো রাজারহাট আঞ্চলিক ব্রতচারী সমিতি ও রোটারি ক্লাব ওফ কলকাতা ওয়েস্ট রিজ

৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সাথে সাথে দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসে কম্বল বিতরণ করলো রাজারহাটের স্বেচ্ছাসেবি সংস্থা।

IMG-20210128-WA0007


এবছর ৭২তম প্রজাতন্ত্র দিবস ও দুস্থদের কম্বল বিতরণ অনুষ্ঠান করলো রাজারহাট আঞ্চলিক ব্রতচারী সমিতি ও  সহযোগিতা করে রোটারী ক্লাব অফ কলকাতা ওয়েষ্ট রিজ।

IMG-20210128-WA0009


সংবাদদাতা,সঞ্জু কর্মকার :-  ২৬শে জানুয়ারী সকাল ৮-০০টায় রাজারহাট আঞ্চলিক ব্রতচারী ভবন প্রাঙ্গনে পতাকা উন্মোচন করেন সুচেতা রায়,সহ-অধিনেতা,রা আ ব্র স। শহিদ বেদিতে মাল্যদান করেন পৃথিবীর ঘোষ , সহ-অধিনেতা,রা আ ব্র স। বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক রাজ ব্যানার্জী পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উপস্থিত সকলেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাজ ব্যানার্জী।

IMG-20210128-WA0001


        প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য ,রোটারিয়ান,রোটারী ক্লাব অফ কলকাতা ওয়েষ্ট রিজ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাতী পাল,মহিলা ইনারহুইল ক্লাব,সল্টলেক। 

IMG-20210128-WA0022


       প্রধান অতিথি ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য প্রজাতন্ত্র দিবস পালনের গুরুত্ব ব্যাখ্যা করেন। ইনারহুইল ক্লাবের সম্পাদিকা স্বাতী পাল প্রজাতন্ত্র দিবসে মহিলাদের অগ্রগতি ও শপথ গ্রহনের কথা উল্লেখ করেন। তাছাড়া ব্রতচারীর পক্ষে প্রবীর ঘোষ,অভিজিৎ দাস,প্রশান্ত কর্মকার বক্তব্য রাখেন। রোটারী ক্লাব অফ ক্যালকাটা ওয়েষ্ট রিজ এর আর্থিক সহযোগিতায় দুস্থদের কম্বল বিতরণ করা হয়। সকল সদস্য-সদস্যা জাতীয় সঙ্গীত গেয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


IMG-20210128-WA0000

IMG-20210128-WA0005

IMG-20210128-WA0011

IMG-20210128-WA0023


Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *