৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সাথে সাথে দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসে কম্বল বিতরণ করলো রাজারহাটের স্বেচ্ছাসেবি সংস্থা।
এবছর ৭২তম প্রজাতন্ত্র দিবস ও দুস্থদের কম্বল বিতরণ অনুষ্ঠান করলো রাজারহাট আঞ্চলিক ব্রতচারী সমিতি ও সহযোগিতা করে রোটারী ক্লাব অফ কলকাতা ওয়েষ্ট রিজ।
সংবাদদাতা,সঞ্জু কর্মকার :- ২৬শে জানুয়ারী সকাল ৮-০০টায় রাজারহাট আঞ্চলিক ব্রতচারী ভবন প্রাঙ্গনে পতাকা উন্মোচন করেন সুচেতা রায়,সহ-অধিনেতা,রা আ ব্র স। শহিদ বেদিতে মাল্যদান করেন পৃথিবীর ঘোষ , সহ-অধিনেতা,রা আ ব্র স। বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক রাজ ব্যানার্জী পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উপস্থিত সকলেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাজ ব্যানার্জী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য ,রোটারিয়ান,রোটারী ক্লাব অফ কলকাতা ওয়েষ্ট রিজ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাতী পাল,মহিলা ইনারহুইল ক্লাব,সল্টলেক।
প্রধান অতিথি ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য প্রজাতন্ত্র দিবস পালনের গুরুত্ব ব্যাখ্যা করেন। ইনারহুইল ক্লাবের সম্পাদিকা স্বাতী পাল প্রজাতন্ত্র দিবসে মহিলাদের অগ্রগতি ও শপথ গ্রহনের কথা উল্লেখ করেন। তাছাড়া ব্রতচারীর পক্ষে প্রবীর ঘোষ,অভিজিৎ দাস,প্রশান্ত কর্মকার বক্তব্য রাখেন। রোটারী ক্লাব অফ ক্যালকাটা ওয়েষ্ট রিজ এর আর্থিক সহযোগিতায় দুস্থদের কম্বল বিতরণ করা হয়। সকল সদস্য-সদস্যা জাতীয় সঙ্গীত গেয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
খুবই প্রশংনীয় উদ্যোগ, অভিনন্দন 👌
উত্তরমুছুনভালো উদ্যোগ। প্রশংসনীয়।
উত্তরমুছুন