#দেশনায়ক #দিবস উদযাপন করলো #রাজারহাট #নিউটাউন ব্লক #তৃণমূল #ছাত্র #পরিষদ। - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

#দেশনায়ক #দিবস উদযাপন করলো #রাজারহাট #নিউটাউন ব্লক #তৃণমূল #ছাত্র #পরিষদ।

রাজারহাট নিউটাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে হলো দেশনায়ক দিবস উদযাপন।


সংবাদদাতা,সঞ্জু কর্মকার :-  দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মশতবার্ষিকী উপলক্ষ্য আজ রাজারহাট নিউটাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্দেগে রাজারহাটে হলো এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা। উক্ত শোভাযাত্রা টি শুরু হয় বিষ্ণুপুর বটতলার মাঠ থেকে এবং শেষ হয় রাজারহাট নিউটাউন তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে কাছে।


 যে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তর ২৪ পারগণা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বানিব্রত চক্রবর্তী,  রাজারহাট নিউটাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মনোজ কুমার ঘোষ,  রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আফতাব উদ্দিন, উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির পরিবহন ও পূর্ত কর্মাধ্যক্ষ অভিজিৎ নস্কর মহাশয়,রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরিমল মন্ডল, ও  বিধাননগর ১নং বরো চেয়ারম্যান ডাম্পি মন্ডল,। রাজারহাট নিউটাউন অঞ্চলের ছাত্র নেতা সঞ্জু কর্মকার, পার্থপ্রতিম নস্কর, আশিস অধিকারী এছাড়া রাজারহাট নিউটাউন অঞ্চলের সমস্ত শুভাকাঙ্ক্ষী বৃন্দ এবং প্রায় ১০০০ এর উপর ছাত্র ও ছাত্রীরা। শোভাযত্রার শেষে নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে বক্তব্য রাখেন উত্তর ২৪ পারগণা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বানিব্রত চক্রবর্তী এবং উক্ত অঞ্চলের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব বৃন্দ।



#দেশনায়ক #দিবস উদযাপন করলো #রাজারহাট #নিউটাউন ব্লক #তৃণমূল #ছাত্র #পরিষদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad