জেনে নিন কোন অ্যাপ আপনার ফোনকে স্লো করছে।
জেনে নিন কোন অ্যাপ আপনার ফোনকে স্লো করছে।
স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। কারণ অনেক কঠিন কাজ স্মার্টফোন নিমেষেই করে দিতে পারে। আর এই কাজ করতে সহায়তা করে বিভিন্ন অ্যাপ। তবে এই অ্যাপ স্মার্টফোনের স্টোরেজ এবং স্পিডের উপর প্রভাব ফেলতে পারে। এর জন্য আজকাল স্মার্টফোনে ১২ জিবি থেকে ১৬ জিবি অব্দি র্যাম দেওয়া হয়। কিন্তু সবার এত বেশি র্যামযুক্ত ফোন কেনার সামর্থ্য থাকে না। সেক্ষত্রে যেসব অ্যাপ অতিরিক্ত জায়গা নিচ্ছে সেগুলিকে ডিলিট করা জরুরি। এর ফলে আপনার ফোনও যেমন দ্রুত কাজ করবে, সাথে ব্যাটারি লাইফও বেড়ে যাবে। কিন্তু আপনি বুঝবেন কিভাবে কোন অ্যাপ আপনার ফোনের বেশি স্টোরেজ দখল করে আছে? আজ আমরা সেই পদ্ধতিই আপনাদেরকে জানাবো। তবে কোনো অ্যাপের ওপর ফোন স্লো করার দোষ চাপানোর আগে, আপনাদের জানিয়ে রাখি যে বেশিরভাগ ক্ষেত্রে #Facebook এবং #Instagram জাতীয় অ্যাপগুলিই সবচেয়ে বেশি ব্যাটারি এবং র্যাম খেয়ে নেয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন