লন্ডন ও সিঙ্গাপুরের মতো লাক্সারি ক্রুজ রাইড এবার কলকাতায়। - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

লন্ডন ও সিঙ্গাপুরের মতো লাক্সারি ক্রুজ রাইড এবার কলকাতায়।

লন্ডন ও সিঙ্গাপুরের মতো লাক্সারি ক্রুজ রাইড এবার কলকাতায়।


লন্ডন ও সিঙ্গাপুরের মতো লাক্সারি ক্রুজ রাইড এবার কলকাতায়।



পুজোর গন্ধ ও গঙ্গাতীরের ইতিহাস এর অভিনব সংমিশ্রণে ১ অক্টোবর থেকে রাজ্য পরিবহণ দপ্তরের উদ্যোগে চালু হচ্ছে "গ্যাঙ্গেস রিভার হেরিটেজ ক্রুজ" 💛🖤

Kolkata rever side seen


ক্যাফেটেরিয়ার খাবার উপভোগ করতে করতে হালকা রবীন্দ্র সংগীতের সুরের সাথে গাইডের থেকে শুনে নিতে পারবেন গঙ্গা পারের ইতিহাস। দেড় ঘন্টার এই যাত্রা মাত্র ৩৯/- টাকায়।

কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে প্রতি সোম থেকে শুক্রবার বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬ টা এবং শনি ও রবিবার দুপুর ১২ টা, দুপুর ২ টো, বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬টা-অর্থাৎ চারবার করে চলবে এই লঞ্চযাত্রা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad