জেনে নিন কোন অ্যাপগুলি বেশি স্টোরেজ ব্যবহার করে ফোনকে স্লো করছে - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

জেনে নিন কোন অ্যাপগুলি বেশি স্টোরেজ ব্যবহার করে ফোনকে স্লো করছে

জেনে নিন কোন অ্যাপগুলি বেশি স্টোরেজ ব্যবহার করে ফোনকে স্লো করছে    



জেনে নিন কোন অ্যাপগুলি বেশি স্টোরেজ ব্যবহার করে ফোনকে স্লো করছে 


প্রথমেই ফোনের সেটিংসে চলে যান।

এবার স্টোরেজ বা মেমোরির উপর ট্যাপ করুন।

এরপর স্টোরেজ লিস্টে আপনি দেখতে পাবেন কোন অ্যাপ আপনার ফোনে সবচেয়ে বেশি স্পেস ব্যবহার করছে। এই লিস্টে আপনি ইন্টারনাল মেমোরির ভাগ দেখতে পাবেন।

এরপর মেমোরিতে ট‍্যাপ করে Memory used by apps-এ ট্যাপ করুন।

এই লিস্টে আপনি র‍্যামের চারটি ইন্টারভালে (৩ ঘন্টা, ৬ ঘন্টা, ১২ ঘন্টা এবং ১ দিন) App Usage দেখতে পাবেন।

এভাবেই আপনি জানতে পেরে যাবেন যে কোন অ্যাপ সবচেয়ে বেশি র‍্যাম ব্যবহার করছে।

এই তথ্যের ভিত্তিতে আপনি শীঘ্রই সেই অ্যাপটিকে আনইন্সটল করতে পারেন। যদি আপনার ইন্টারনাল মেমোরি ভর্তি হয়ে গিয়ে থাকে তাহলে ফোন স্লো হয়ে যেতে পারে। খেয়াল রাখুন ফোনের ইন্টারনাল মেমোরি যেন একটু ফাঁকাই থাকে। এর ফলে আপনার ফোনের স্পিড বেড়ে যাবে। তাছাড়া প্রতিদিন আপনার ফোনকে একবার রিস্টার্ট করতে ভুলবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad