"বন্দী বৈশাখ" কলমে- ✍ প্রিয়াঙ্কা পিহু কর্মকার - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

সোমবার, ১০ মে, ২০২১

"বন্দী বৈশাখ" কলমে- ✍ প্রিয়াঙ্কা পিহু কর্মকার

"বন্দী বৈশাখ"
কলমে-  ✍ প্রিয়াঙ্কা পিহু কর্মকার

"বন্দী বৈশাখ"
কলমে-  ✍ প্রিয়াঙ্কা পিহু কর্মকার


বৈশাখের আগমনে সবাই এতটাই মাতোয়ারা 
চৈত্রের বিদায় বিষাদ বেদনা কারো হৃদয়ে দোলা তুলছে না ।
কালবোশেখী ঝড়ে  উড়িয়ে নিয়ে যায় যত সব পুরাতন আছে ....
আছে যত ক্ষেদ - মোহ - অভিমান 
তবু ও রেশ যে রয়ে যায় তার 
পুরোনো সেই আমি ,
পুরোনো সেই  তুমি 
পুরোনো সেই সময় .....।
ফেলে যেতে হয় সব .... রেখে যেতে হয় শব্দ নীরব 
নূতনের আস্বাদন পেলাম সময়ের খাঁচায় ।
পেলাম কি তাকে নূতন করে !! 

দেখ , শোনো গো সখা 
চারিদিকে তবু শোনা যায় , 
নূতনের আহ্বান...
 সূদূর হতে ভেসে আসে , বাতাসে -
" এস হে বৈশাখ , এস হে "
সূচনার সূচিপত্রের নূতন কালির রইল দাগ 
কিন্তু , পূরাতন বিদায় রইল কি ??? 
 সে কথা থাক..... 
শোনো , ১৪২৬ তোমায় যাবার বেলায় বলে যেতে চাই .....
নিয়েছ অনেক , দিয়েছ ও অনেক 
বিরহ - মিলনের মাঝে , সৃষ্টি - ধ্বংসের মাঝে
রয়েছ তুমি......
স্মৃতির মণিকোঠরে তোমার আসন হল আজ....
শুভায়ণে র সাথে তোমার আলাপন .....
শুভ পহেলা বৈশাখ.....।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad