"ভালোবাসা"কলমে - বিশ্বনাথ চৌধুরী
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি বলে যাই
ভালোবাসি বলি তবু
কাছে কি তোমাকে পাই।
সেদিন ভোরে তে উঠে
দেখি তুমি ফোটো নি
প্রতিটি দিনের মত
আজ তুমি ওঠো নি।
তোমার সুবাসে সব
চারিদিক ম ম করে
আজ কোনো বাস নেই
দেখি শুধু পাতা ঝরে।
ভালোবেসো সেদিনে তে
যেদিন মনটা চায়
সেদিন ফুটবে ফুল
আমায় কে আর পায়।
ভালোবাসা স্থায়ী হয়
বেঁচে রয় চিরন্তন
মনেতে থাকো তুমি
অনুভবে প্রতিক্ষণ।
তারিখ - ১১/০২/২০২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন