"আগুন আগুন আগুন" কলমে - প্রিয়াঙ্কা পিহু কর্মকার - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

সোমবার, ১০ মে, ২০২১

"আগুন আগুন আগুন" কলমে - প্রিয়াঙ্কা পিহু কর্মকার

"আগুন আগুন আগুন"কলমে - প্রিয়াঙ্কা পিহু কর্মকার 





"আগুন আগুন আগুন"
কলমে - প্রিয়াঙ্কা পিহু কর্মকার 

আগুন আগুন আগুন 
সৃষ্টির নয় এযে ধ্বংসের আগুন 
এযে বিভীষিকার আগুন 
একটা প্রাণের উত্তাপের নয় 
এ যে মরণ ফাঁদের আগুন ....
অসহয়তার চিহ্ন 
এই আগুন 
আগুন আগুন 
একবিংশ জ্বলছে পুড়ছে নিঃশেষ হচ্ছে 
আগুন আগুন আগুন 
সূচনার নয় এযে সমাপ্তির আগুন .....
মিলনের সাক্ষী নয় এ যে বিচ্ছেদের আগুন
আজ চারিদিকে শুধু আগুন 
ফুল্কি  হতে দাউ দাউ 
চারিদিকে শুধু আগুন 
স্বার্থের আগুন - হিংসার আগুন - বিভেদের আগুন 
শুধুই আগুন 
আগুন আজ চারিদিকে .... ।
বিপন্নতার আগুন  -বীভৎষতার আগুন 
তুমি কি 
 শান্ত নীড়ের সাঁঝবাতি হবেনা আর ?
আগুন তুমি কি  আগামী সম্বন্বয়ের সাক্ষী হবেনা !!!
তবুও  শুধুই আগুন আগুন 
চারিদিকে আগুন 
দশক - শতকের অজুহাতে পুড়ে ছাই হওয়া  
মানবতা --!
আগুন আগুন আজ চারিপাশে
উৎকন্ঠা গলা শুকিয়ে যায় 
আগুন আগুন আগুন 
আগুন চারিপাশে 
শুধুই আগুন....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad