"দেখা হবে " কলমে- প্রিয়াঙ্কা পিহু কর্মকার - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

সোমবার, ১০ মে, ২০২১

"দেখা হবে " কলমে- প্রিয়াঙ্কা পিহু কর্মকার

"দেখা হবে "
কলমে-প্রিয়াঙ্কা পিহু কর্মকার 

ফটকের খিল দিতে গিয়ে দেখি , চিড় ধরেছে 
চায়ের জলে চিনির পরিমাণ আজ কাল  একটু বেশি পড়ছে ।
ঘড়িতে দম দিতে গিয়ে দেখি সময় অনিশ্চিত এক নগ্নভঙ্গীতে চেয়ে আছে সদর ফটকের দিকে ।
শাড়ীর কুচি গোছাতে গোছাতে , শার্টের অর্ধেক পুড়ছে 
ইস্ত্রির ম্লান অবসরের চাপে ।
রাতের হিসেব - দুপুরের ডালভাতের মাঝে লবণের সংযোগে আছে বেঁচে ।
কলঘরের ভেঁজা আরশিতে আজকাল বড্ড দেখি 
হারিয়ে যাওয়া  নিত্য আমার , ক্ষুদ্র প্রাণের দোসরকে ।
রেলিংর ধার ঘেঁষে বাতাসের উগ্র আগ্রাসন 
সন্ধেতে টেলিভিশনের ব্যঙ্গ্য প্রতিচ্ছবি সমাজের 
রোজ দ্বন্দ্ব যত ছন্নছাড়া অসীমের ঘূর্ণিপাকের প্রতি আসক্ত ।
তবুও চড়া বিকেলের গোধূলির টালমাটাল প্রক্ষোভে 
সময়ের কটাক্ষপাতে হাসে অন্তত পথে হেঁটে যাওয়া সেই লজ্জাবাহী কামুক পুরুষের ,
অবচেতনের শান্ত অশরীরী প্রেমিকা ।
কথা  দেওয়া আছে , 
ফটকের খিল, খুলতেই চূড়ান্ত অন্ধকারের মধ্যেও 
যাব আমি ব্যাথার কবিতয় ভরা শূন্যতার আভা বুকে নিয়ে ,
হয়তো , আগামী বসন্তে ফের হবে দেখো-শোনা 
ফাল্গুনের সেই নির্দিষ্ট ক্ষণে.
দেখা হবে , দেখা হবে  .....।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad