আমি হারাবো একদিন
সজিব সরকার
একদিন মৃত্যু এসে আমায় ছিনিয়ে নিয়ে যাবে
এই ধরণীর বুক থেকে।
আমার ভাবতে কষ্ট হয়,
মনে গভীর শঙ্খা জাগে
আমি থাকবো না আর এখানে!
আমি দেখবো না আর চন্দ্রকে
আমার নিসঙ্গতার রাতগুলোতো যে সঙ্গী হত!
আমি দেখবো না আর সূর্যকে
যে আমায় দিনের আলোতে পথ দেখাতো।
এই প্রকৃতি, রাতের জোসনা,ভোরের কুয়াশা হতে
আমি বিচ্ছিন্ন হব একদিন।
আমার ভাবতে কষ্ট হয়।
পাখির কিচির মিচিরে ঘুম ভেঙ্গে যে সকাল
দেখেছি আমি,
তা আমার আর দেখা হবে না।
আমি দেখবো না বৃষ্টি শেষে গাছের পাতা থেকে
ঝড়ে পড়া দু-চার ফোঁটা পানি,
আমি শুনবো না কোকিলের কুহু কুহু ডাক!
আমার দেহ পাবে না দক্ষিণা বাতাসের ছোঁয়া।
আমার ভাবতে কষ্ট হয়!
বসন্ত ও আসবে যাবে
গাছে গাছে ও নতুন পাতা গজাবে
কেবল আমার-ই দেখা হবে না।
ছোট্র পাল তোলা নৌকা গুলো ও ভাসবে
স্রোতের তালে তালে,
মাঝিরা ফিরবে সন্ধ্যায়!
রংধনু উঠবে আকাশে,
কেবল আমি-ই থাকবো না।
প্রিয় বকুল আর কদম ঝড়ে যাবে অসময়ে
আমার -ই ছুঁয়ে দেখা হবে না।
আমার ভাবতে কষ্ট হয়,
আমি একদিন হারাবো আমায়!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন