জয়-পরাজয়
রাত্রি দত্ত
তলিয়ে দেখছেন কতটা ভাঙছি..
নিশ্চয়ই আনন্দ হচ্ছে খুব?
জয়ের আনন্দ তো আমার দলে
মাঝে মধ্য হেরে যাওয়াতেই আনন্দ খুব।
ভাবছেন কাড়তে পারছেন সকল সুখ
তাই আজ খুশির জোয়ারে দিছেন ডুব?
আমি তো বলি সবটাই আমার আছে
ভালোবাইসা ভালো রাখতে জানাটাই আসল খুব।
আপনি তো সেই কবেই হারছেন, জানেন না
আগলে রাইখা বাঁধতে হয় কেমন রূপ।
আগলে রাখাটা এমনি ঠিক,
রক্ত মাংসে গড়া শরীরে, আত্মা স্বরুপ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন