জোর কদমে চলছে Textile Park এর কাজ! রাজ্যের উদ্যোগে জেলায় হবে বহু মানুষের কর্মসংস্থান - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

জোর কদমে চলছে Textile Park এর কাজ! রাজ্যের উদ্যোগে জেলায় হবে বহু মানুষের কর্মসংস্থান

 


জোর কদমে চলছে Textile Park এর কাজ! রাজ্যের উদ্যোগে জেলায় হবে বহু মানুষের কর্মসংস্থান

 

 




মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য সরকারের উদ্যোগে বন্ধ স্পিনিং মিল এখন সুসংহত Textile Park এ পরিনত হতে চলেছে। ২০১২ সাল থেকে বন্ধ হয়ে পরেছিল উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় অবস্থিত স্পিনিং মিলটি। এরপর রাজ্য সরকার বন্ধ স্পিনিং মিলের জমি ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনকে হস্তান্তর করে। এই স্পিনিং মিল চত্বরে রয়েছে মোট ৩৩.৫৭ একর জমি।

 

 

জমিটিকে বিভিন্ন প্লটে ভাগ করে প্রতিটি প্লটের জন্য ১৮-২০ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, দীর্ঘদন যাবৎ স্পিনিং মিলটি বন্ধ হয়ে পড়েছিল। সম্প্রতি রাজ্য সরকার এখানে একটি টেক্সটাইল পার্ক তৈরির কাজ শুরু করেছে।

 

 

স্পিনিং মিলের একটি বন্ধ বিল্ডিং তন্তুজ পেয়েছে,সেখানে তন্তুজ এই প্রকল্পে মোট ৪৮টি বিদ্যুৎচালিত বস্ত্র তৈরির প্রকল্প তৈরি হবে। জেলার প্রতিটি স্কুলের ইউনিফর্ম সহ অন্যান্য ধরনের পোশাক এখান থেকে উৎপাদন করা হবে। এর ফলে এই জেলার বহু মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি জেলার অর্থনৈতিক উন্নয়নও ঘটবে।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad