শ্লীলতাহানির পর এবার হোটেলে নৃত্যশিল্পীকে ধর্ষণর অভিযোগ উঠল রাজ্যপাল ( Governor ) সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ৬-৭ মাস আগে। সেই সময়ই ওই নৃত্যশিল্পী কলকাতা পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বলে জানা গিয়েছে। যখন কলকাতা পুলিশ তদন্ত রিপোর্ট নবান্নে পাঠায় তখন পুরো বিষয়টি সামনে আসে।
ওই নৃত্যশিল্পীর বোসের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের বয়ান অনুযায়ী, মাস কয়েক আগে নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে এক নামী সঙ্গীতশিল্পীর মাধ্যমে কলকাতায় রাজভবনে যান তিনি। বোসকে তাঁর নিজের ব্যক্তিগত সমস্যার সমস্যার কথা জানিয়েছিলেন। তারপর থেকে রাজ্যপালের সঙ্গে তাঁর কথাবার্তা হতে থাকে।
এরপর তাঁকে এক উচ্চপদস্থ আমলার পরিচয় করিয়ে দিয়ে সমস্যা মেটানোর প্রতিশ্রুতিও দেন বোস।সেই মতো দিল্লিতে তাঁকে নিয়ে গিয়ে এক হোটেলে রাখা হয় তাকে। দিল্লির ওই হোটেলেই রাজ্যপাল তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। শ্লীলতাহানির অভিযোগ ওঠায় এমনিতেই অস্বস্তিতে রাজ্যপাল। এবার নৃত্যশিল্পীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসার এখন বোসের জবাবের অপেক্ষা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন