মালদার রথবাড়ি এলাকায় কোটি কোটি টাকার মূল্যের Brown sugar সহ গ্রেপ্তার হল দুই যুবক। ধৃতদের নাম একুব শেখ ও বিশাল হালদার। একুব কালিয়াচকের বাসিন্দা। বিশালের বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রথবাড়ির চাটাইপট্টি এলাকায় সন্দেহভাজন দুই যুবককে আটক করে এনসিবি অফিসার।
এরপর ওই দুই যুবকেকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২ কেজি ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকা। তারপরই দুই যুবককে গ্রেপ্তার করে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। এনসিবি অফিসারদের প্রাথমিক অনুমান, ধৃতদের সঙ্গে আরও কারবারীর যোগ রয়েছে।
উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল, কোথায় তা পাচারের ছক কষেছিল তা জানতে রবিবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার ভোরে কালিয়াচক থানার পুলিশ মোজমপুর ব্রিজ সংলগ্ন এলাকায় দুই কেজি ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হয়েছিল তিন ব্যক্তি। এক দিনের ব্যবধানে ফের সাফল্য এলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন