বড় সাফল্য রায়গঞ্জ থানার, উদ্ধার চুরি যাওয়া 10 lakh cash এবং অলঙ্কার ! - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

বুধবার, ২৯ মে, ২০২৪

বড় সাফল্য রায়গঞ্জ থানার, উদ্ধার চুরি যাওয়া 10 lakh cash এবং অলঙ্কার !


বড় সাফল্য রায়গঞ্জ থানার, আইসির নেতৃত্বে উদ্ধার চুরি যাওয়া ১০ লক্ষ নগদ টাকা এবং অলঙ্কার !

 

বড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। উদ্ধার হল চুরি যাওয়া 10 lakh cash এবং অলঙ্কার। গত ২০ এপ্রিল রায়গঞ্জের নেতাজীপল্লির বাসিন্দা সুভাশিষ কুন্ডু তাঁর চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে যান। এরপর মে মাসের ১৮ তারিখ ফিরে এসে দেখেন তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

 

 

সেদিনই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুভাশিষ কুন্ডু। এরপর রায়গঞ্জ থানার আইসি বিশ্বেসর রায় সরকারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল তদন্তে নেমে জানতে পারে বেনারসে চোরেরা আত্ম গোপন করে রয়েছে। এরপর রায়গঞ্জ শহরের শক্তিনগরের বাসিন্দা অর্জুন পাসমানকে বেনারস থেকে গ্রেপাতার করে রায়গঞ্জে নিয়ে আসে।

 

তাঁকে জিজ্ঞাসাবাদ করে সুভাষগঞ্জের অলঙ্কার ব্যাবসায়ী তাপস দে নামে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। রায়গঞ্জ থানার আইসি জানান, ধৃতদের কাছথেকে নগদ প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা, ৩০ গ্রাম সোনা এবং ১৫০ গ্রাম রুপো সহ অন্যান্য চুরি হওয়া জিনিস উদ্ধার হয়েছে। সোমবার ধৃতদের হেফাজতে চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

Tagged 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad