'Sunny, Akshayara didn't capitalize on communal feud over Gadar 2-OMG-2', likes it: Anurag
গদর ২ বক্স অফিসে সফল। ঘরোয়া
বক্স অফিসে গদর-২র আয় প্রায় ৫০০ কোটির কাছাকাছি। এখন গদর-২ সামনে একটাই লক্ষ্য সর্বাধিক
উপার্জনকারী হিন্দি ছবি হিসাবে 'পাঠান'- সর্বকালের রেকর্ড ভাঙা। সম্প্রতি গদর-২ সাফল্য
নিয়ে মুখ খুলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। অনুরাগের কথায়, তিনি গদর-২ দেখেননি, তবে এই
ছবি কেন এতবড় হিট তা জেনে ফেলেছেন। অনুরাগের কথায়,' আমি গদর-২, OMG-2, ড্রিম গার্ল-২
কোনও ছবিই দেখিনি। এই সময়টা আমি ব্যস্ত ছিলাম, তবে সময় বের করে অবশ্যই ছবিগুলি দেখতে
যাব। তবে আমি যথেষ্ট ভাগ্যবান যে মেলবোর্নে অভিষেকের ঘুমর দেখার সুযোগ পেয়েছি।' গদর-২র
বিপুল সাফল্য প্রসঙ্গে অনুরাগ বলেন, গদর২ মার্কেটিং স্ট্র্যাটেজি দারুণ ছিল, নস্টালজিয়ায়
ভর করেই এই ছবি সাফল্য পেয়েছে। অনেকেই হয়ত ভুলে গিয়েছেন গদর মুক্তি পেয়েছিল ২০০১-এ
ওই বছরই আমির খানের দিল চাহতা হ্যায়, লগান-এৎ মতো হিট ছবি মুক্তি পেয়েছিল।' অনুরাগের
কথায়, ‘ গদর-২ OMG-2-র সাফল্যের পাশাপাশি, যে জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে, সেটা
হল দুটি ছবির নির্মাতারাই সম্প্রদায়িক ঝগড়া বাধিয়ে, তার থেকে লাভ করার চেষ্টা করেননি।
দুই নির্মাতারাই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে ফায়দা লোটেননি।’ অনুরাগের অভিযোগ,
আজকাল অনেক সুবিধাবাদী ছবি নির্মাতারাই এটা করে থাকেন। তার কথায়, এটার জন্য দায়ী মূলধারার
ছবি নির্মাতারা। এই দুটি ছবি মানুষের মধ্যে কোনও ধরনের বিশৃঙ্খলা বা অপ্রয়োজনীয় শত্রুতা
বা ঘৃণা তৈরি করেনি। প্রসঙ্গত, অনিল শর্মা পরিচালিত, সানি দেওল, আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, মনীশ ওয়াধওয়া
এবং সিমরত কৌরের গদর ২ এখনও পর্যন্ত ৪৮০ কোটি টাকার ব্যবসা করেছে।
Source by bangla.hindustantimes.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন