একফ্রেমে 'কাপুর ব্রাদারস অ্যান্ড সিসটারস', অর্জুন মিস করলেন কাদের ?

দু'দিন ধরে রাখির উদযাপন করেছে
গোটা দেশ। বাদ যাননি অর্জুন কাপুরও। এই বিশেষ দিনটি ভাই-বোনেদের সঙ্গেই কাটালেন অভিনেতা।
ধূমধাম করে রাখি সেলিব্রেট করলেন 'কাপূরস ব্রাদারস অ্যান্ড সিসটারস'। সেসব ছবি সোশ্যাল
মিডিয়ায় শেয়ার করেছেন অর্জুন। কিন্তু, সেলিব্রেশনের মধ্যেও কোথাও মন খারাপ ছিল অর্জুনের।
রাখির দিনে দু'জনকে খুব মিস করেছেন বলে জানিয়েছেন তিনি। রিয়া কাপুরের বাড়িতেই ছিল
রাখির সেলিব্রেশন। বুধবার প্রায় মাঝরাতে অর্জুন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন।
যেখানে এক ফ্রেমে দেখা গিয়েছে অর্জুন, অংশুলা কাপুর, খুশি কাপুর, রিয়া কাপুর, শানায়া
কাপুর এবং মোহিত মারওয়া। অর্জুন লেখেন, 'রাখির শেষ মুহূর্তে আমরা।' তারপরেই তিনি জানান,
কয়েকজনকে খুব মিস করেছেন। আসলে এবারের রাখিতে ছিলেন না সোনম কাপুর ও জাহ্নবী কাপুর।
তাঁদের কথাই এখানে বলতে চেয়েছেন অর্জুন। অংশুলা কাপুরও খুশি এবং শানায়ার সঙ্গে একটি
সেলফি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'আমার', সেইসঙ্গে ছিল একটা হার্ট ইমোজি। অন্যদিকে,
শানায়া ইনস্টাগ্রামে রাখির একাধিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন । যেখানে একটা ছবিতে
দেখা যাচ্ছে, ভাইবোনের সবাই এক ফ্রেমে, যেন একটি পারিবারিক ছবি। দ্বিতীয় ছবিতে দেখা
গেল খুশি এবং অংশুলার সঙ্গে সেলফি। তৃতীয় ছবিতে দেখা গেল ভাইদের হাতে রাখি বাঁধার
মুহূর্ত। উল্লেখ্য, অর্জুন কাপুরের 'এক ভিলেন রিটার্নস' এবং 'কুত্তে' বক্স অফিসে ভাল
পারফর্ম করতে পারেনি। তবে, অভিনেতা এখন ‘দ্য লেডি কিলার’ এবং ‘মেরি পত্নী কা রিমেক’-এর
শুটিং করছেন। খুশি কাপুর শীঘ্রই সুহানা খান এবং অগস্ত্য নন্দার সঙ্গে নেটফ্লিক্স শো
‘দ্য আর্চিস’-এর মাধ্যমে ডেবিউ করবেন।
Raksha Bandhan Celebration,

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন