এক রাতের ভাড়া ৮০ লক্ষ টাকা!
হোটেলে একরাত থাকতে হলে
গুনতে হবে ৮০ লক্ষ টাকা! এটা জানলে হয়ত অনেকের কপালে উঠবে চোখ। অবিশ্বাস্য হলেও সত্য
যে এ রকম হোটেল আছে যেখানে একরাত থাকতে হলে গুনতে হবে ৮০ লক্ষ টাকা। যুক্তরাষ্ট্রের
লাস ভেগাসে অবস্থিত দ্য পাম’স ইমপ্যাথি সুইট হোটেলে একরাত থাকতে হলে গুনতে হবে
৮০ লক্ষ টাকা। দুই বছর আগেও সবচেয়ে ব্যয়বহুল হোটেল স্যুইটের তালিকায় সেরা দশের মাঝে
ছিল না। পাম’স হোটেলের এই স্যুইটকে নতুন করে ঢেলে সাজাতে গত
দু'বছরে খরচ করা হয়েছে ৬৯০ মিলিয়ন ডলার। ব্রিটিশ স্থপতি ডেমিয়েন হার্স্টের নকশায় নির্মিত
এই হোটেল স্যুইটটি এখন যেন পৃথিবীর বুকে একটি স্বর্গীয় কক্ষ।
কেননা, ৯ হাজার বর্গ ফুটের
বিশাল এই স্যুইটে প্রবেশ করলে মনে হতে পারে- আপনি কোনো হোটেলে নয়, বরং শিল্পীর শিল্পকর্মেই
প্রবেশ করেছেন! বিশাল জায়গাজুড়ে নির্মাণ করা হলেও এতে রয়েছে মাত্র দুটি শয়নকক্ষ, একটি
সল্ট রিল্যাক্স রুম, একটি ম্যাসাজ টেবিল, একটি সুদৃশ্য জাকুজি, মনোরম সুইমিংপুলসহ বারান্দা
ও ২টি গোসলখানা। ভাবছেন, তাহলে এর পেছনে ব্যয় হলো কী করে? এর ব্যয় পুরোটাই এর অঙ্গসজ্জায়।
পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে পুরো স্যুইটটি। আছে নামীদামী
চিত্রকরদের নামকরা সব চিত্রকর্ম। স্যুইটের মিনি বারটিতে থাকা একেকটি মদের গ্লাসের দামও
শতাধিক ডলার! মেঝের কার্পেটগুলোও পুরো আমেরিকা আর ইউরোপের মাঝে সবচেয়ে দামী। এই কারুকার্যময়
স্যুইটটিতে একরাত থাকতে হলে গুণতে হবে ১ লক্ষ ডলার!
#Insurance;#Gas;#Electicity;#Loan;#Mortgage;#Attorney;#Credit;#Lawyer;#Donate;#Degree;#Hosting;#Treatment;#Software;#Classes;#Trading;#Rehab;#Hosting;#Transfer;#Claim;#What
is the Minimum Bid Per Keyword in Google AdWords?; #The minimum bid per keyword
is 5 cents.; #What is the Most Money Google Can Make For Each Click?; #Google
can make up to $50 per click from PPC keyword bids; #What is the Most Expensive
Keyword Category?; #Insurance Keywords Bahut Jada Expensive Hote hai.; #What is
the Top CPC for Insurance Keywords?; #What is the Highest Cost-Per-Click for
Loan Keywords? ; # What is the Top Cost-Per-Click for Mortgages Keywords?; #What
is the Greatest CPC for Attorney Keywords?;
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন