দেখা মিলল দুই মুখো সাপের - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ১ জুন, ২০২১

দেখা মিলল দুই মুখো সাপের

দেখা মিলল দুই মুখো সাপের

ইন্দোনেশিয়ার বালিতে দেখা মিলেছে একটি দুই মুখ ওয়ালা সাপের। সোনালি রঙয়ের এই সাপটি এত ক্ষুদ্র যে এটি হাতের তালুর মধ্যে বসিয়ে রাখা যায়। ইন্দোনেশিয়ার বালির ছোট্ট একটি গ্রামে বাড়ির সামনে এই সাপটি দেখতে পাওয়া যায়। সাপটি দেখতে সোনালি রঙয়ের ও সাপটির মুখ রয়েছে দুটি। খবর-আনন্দবাজার পত্রিকা। খবর পেয়ে আশপাশের মানুষ এই সাপ দেখতে ভিড় জমায়। বিষয়টি নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। তবে সাপটির নাম বা প্রজাতি জানা অবশ্য সম্ভব হয়নি। সাপটির বিষ আছে কি না তাও জানা যায়নি।

খবর ও ছবি: সংগৃহীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad