সানি পরামর্শ দিলেন দাম্পত্য জীবনে সুখী থাকার - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

রবিবার, ১৬ মে, ২০২১

সানি পরামর্শ দিলেন দাম্পত্য জীবনে সুখী থাকার

সানি পরামর্শ দিলেন দাম্পত্য জীবনে সুখী থাকার

খবর ও ছবি: সংগৃহীত

বলিউড সেনসেশন সানি লিওন। ব্যক্তিগত জীবনে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন তিনি। স্বামী সংসার এবং তিন সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটছে তার। সম্প্রতি বিয়ের দশ বছর পূর্ণ করেছেন তারা।

ভারতে করোনা পরিস্থিতির কারণে বাড়িতেই অবস্থান করছেন সানি ও ড্যানিয়েল। সম্প্রতি স্বামীর সঙ্গে নতুন এক ভিডিও শেয়ার করে সুখী দাম্পত্যের জন্য পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সানি যাতে দেখা যাচ্ছে ড্যানিয়েলের সঙ্গে নাচছেন তিনি। এতে সুখী দাম্পত্যের জন্য পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করেছেন ‘রাগিনি এমএমএস টু অভিনেত্রী।

সানির উল্লেখ করা পাঁচটি বিষয়গুলো হলো ১. সব সময় পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ২. ডেট নাইট প্ল্যান। ৩. একসঙ্গে রান্না করা। ৪. পরস্পরকে হাসানো। ৫. পরস্পরের প্রশংসা করতে হবে।

তিন বছর প্রেম করার পর ২০১১ সালে বিয়ে করেন সানি লিওন ও ড্যানিয়েল। তাদের তিন সন্তান। ২০১৭ সালে মেয়ে নিশা কর ওয়েবারকে দত্তক নেন সানি-ওয়েবার। এরপর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে মা-বাবা হন তারা। দুই ছেলের নাম রাখেন অ্যাশার সিং ওয়েবার ও নোয়াহ সিং ওয়েবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad