ছাত্রের সঙ্গে `সম্পর্ক` শিক্ষিকার, দুই বছরের জেল! - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

বুধবার, ২৬ মে, ২০২১

ছাত্রের সঙ্গে `সম্পর্ক` শিক্ষিকার, দুই বছরের জেল!

ছাত্রের সঙ্গে `সম্পর্ক` শিক্ষিকার, দুই বছরের জেল!

১৫ বছর বয়সী এক  ছাত্রের সাথে সম্পর্ক গড়ে তোলেন যুক্তরাজ্যে ৪৩ বছর বয়সী এবং বিবাহিতা এক শিক্ষিকা। ওই ছাত্রকে নিয়ে হোটেলরুমে উঠার পরিকল্পনা করেন এবং এজন্য বুকিংও দিয়েছিলেন। এ অভিযোগে তাকে দুই বছরের জেল দিয়েছে লিভারপুল ক্রাউন কোর্ট। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এ খবর দিয়েছে। লিডিয়া বেটি মিলিগ্যান নামের ওই নারী সহকারী শিক্ষিকা লিডিয়েট এর মেরিসাইডের বাসিন্দা।

তার বিরুদ্ধে আদালতে শুনানিতে বলা হয়েছে, তিনি ১৫ বছর বয়সী ওই ছাত্রের সঙ্গে সাক্ষাতের পর তাকে অন্যদের থেকে আলাদা করে ফেলা শুরু করেন।

শেষে হোটেল বুকিং দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। তবে আদালতে ওই ছাত্রকে বিভিন্ন বিষয়ে সাহায্য করতে চেয়েছিলেন দাবি করে যৌনতার অভিযোগ অস্বীকার করেছেন মিলিগ্যান। দুই সন্তানের মা মিলিগ্যানের বিরুদ্ধে কারাদণ্ডের ঘোষণা দিয়ে বিচারক গ্যারি উডহল বলেন, ওই শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। জুরিদের শুনানিতে ওই বালককে পাঠানো এসএমএস পড়ে শোনানো হয়।

খবর ও ছবি: সংগৃহীত

ক্সক্সক্স

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad