এশিয়ার বৃহত্তম ছবি তোলা বিলিয়ন পিক্সেলে - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

এশিয়ার বৃহত্তম ছবি তোলা বিলিয়ন পিক্সেলে

এশিয়ার বৃহত্তম ছবি তোলা বিলিয়ন পিক্সেলে

চীনের সাংহাই শহরের ছবি উন্নত প্রযুক্তির সাহায্যে তোলা হয়েছে ১৯৫ গিগা বা বিলিয়ন পিক্সেলে।  ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে পাখির দৃষ্টিতে (বার্ডস আই ভিউ) তোলা ছবিটি গভীরভাবে জুম করা যাবে। শহরের রাস্তায় কে কীভাবে চলাচল করছে তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

এমনকি গাড়ির নম্বর প্লেটও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর এই ছবিটি এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ এবং সারাবিশ্বে তৃতীয় সর্ববৃহৎ ছবি এটি। জানা গেছে, ছবিটি তোলা হয়েছে চীনের ওরিয়েন্টাল প্যারোল টাওয়ার থেকে। শহরটির বিশালাকারের স্বচ্ছ ছবি তোলার জন্য আহ্বান জানিয়েছিল সাংহাই তথ্য অফিস। উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিগ পিক্সেল টেকনোলজি ছবিটি তুলেছে।

খবর ও ছবি: সংগৃহীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad