১১টি ইংরেজি শব্দের অর্থ জানলে চমকে যাবেন! - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ২১ মে, ২০২১

১১টি ইংরেজি শব্দের অর্থ জানলে চমকে যাবেন!

১১টি ইংরেজি শব্দের অর্থ জানলে চমকে যাবেন!

ইংরেজি একই শব্দের অনেক অর্থ হয়ে থাকে। বিভিন্ন ভাষায় একই শব্দ ব্যবহার করা হয় বিভিন্ন অর্থে। তবে এই ১১টি শব্দের ভিন্ন অর্থ শুনলে চমকে উঠবেন আপনিও! যেগুলোর বাংলা অর্থের সঙ্গে অন্যান্য ভাষার অর্থের কোনো সম্পর্ক তো নেই, বরং দুটি অর্থ ভয়ংকর ভাবে দুই রকম হয়। চলুন তবে জেনে নেয়া যাক শব্দ এক, অর্থ অনেক ১১টি ইংরেজি শব্দের অর্থ-

Brat - বাচ্চা (বাংলা), ভাই (রাশিয়ান)

Bra - নারীদের অন্তর্বাস (বাংলা), ভালো (স্যুইডিশ)

Peach - একটি ফল (বাংলা), যোনি (টার্কিশ)

Beach - সৈকত (বাংলা), মাঝখান (হিন্দি)

Sick - অসুস্থ (বাংলা), সঙ্গম (টার্কিশ)

Lol - হাঃ হাঃ (বাংলা), পুরুষ জননাঙ্গ (ডাচ)

Gift - উপহার (বাংলা), বিষ (জার্মান, স্যুইডিশ ও ড্যানিশ)

Fart - বাতকর্ম (বাংলা), দ্রুত (ড্যানিশ)

Car - গাড়ি (বাংলা), পুরুষ জনন অঙ্গ (অ্যালবানিয়ান)

Kiss - চুম্বন (বাংলা), মূত্র (স্যুইডিশ)

Preservative - সংরক্ষণ করা বস্তু (বাংলা), কন্ডোম (ফরাসি)

এই তালিকা দেখার পর নিশ্চয় এবার শব্দপ্রয়োগের আগে একটু সতর্ক হবেন। কারণ কোনো বিদেশির সামনে আপনি ভাষার এমন কোনো আপত্তিকর শব্দ ব্যবহার করলেন, যা শুনে আপনার দিকে তারা তেড়েও আসতে পারে।

খবর ও ছবি: সংগৃহীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad