কবিতা - অর্ধ মনুষ্যত্ব অভুক্ত
কবি- ✍ প্রিয়াঙ্কা পিহু কর্মকার
📃 অর্ধ মনুষ্যত্ব অভুক্ত
✍ প্রিয়াঙ্কা পিহু কর্মকার
ডায়েরির পাতায় -
পেন পেন্সিলের খসখসানি
অন্তরঙ্গতা তবু হয়েছে কি!
চলমান পৃথিবীর ব্যস্ততার ভিড়ে .
আবহমান করে নিবিড় প্রতীক্ষা .
নিজস্বীর ঘেরাটোপে ,
ভ্রকুটি সমাজের চাকচিক্যতায়
কুয়াশা মুছি রোজ ঝাপসা চশমায় :
মুখোমুখি- চোখাচোখি তবুও ,
অভিমান গুলো চলভাষের রেড সিগন্যালে দাঁড়িয়ে ।
নিত্য আধুনিকতায় :
তাই লজ্জা মাখি প্রতিদিন ,
খোলা দু চোখের পাতায় -
সময়ের স্রোতে অনিশ্চিত এক নগ্ন ভঙ্গী,
জীর্ণতা পুড়ছে সঙ্গে - ওতপ্রোত ।
ত্রস্ত হাতে বুক চেপে ধরে ,
হাঁটছি ... হাঁটছি ।
অশরীরী স্বপ্নের প্রশয়ে ,
সব নিঃশেষ করে অবশেষে -
উচুঁ হাত নামিয়ে বার বার চেষ্টা করেও
আমি দু হাতে চোখ ঢাকতে পারিনা -
দেহের রিক্ততা খন্ড খন্ড আর্তনাদে হেঁটে চলছে ,
সেই টুকরো রুটি আর গোটা স্বপ্নের ব্যর্থ প্রতিক্ষা ।
অন্তিম আনন্দের আশ্রয়ে এসেছি আমরা ।
শাশ্বত ছিন্নবাসে ,
আমরা তো সেই আমাদেরই দাসত্বে দাঁড়িয়ে ।
আমাদের অস্তিত্ব আজ
রুটিহীন অগাধ আশার পথ ধরে হেঁটে চলেছে ।
এই নিত্য আধুনিক সমাজে ,
খোজঁ নিয়ে দেখ !-
অর্ধ মনুষ্যত্ব আজ ও অভুক্ত ...।
✍প্রিয়াঙ্কা পিহু




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন