উপাচার্য নিয়োগে Supreme Court -এ ধাক্কা! রাজ্যের পাঠানো উপাচার্যের তালিকাতেই এবার সিলমোহর বোসের - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

বুধবার, ১৫ মে, ২০২৪

উপাচার্য নিয়োগে Supreme Court -এ ধাক্কা! রাজ্যের পাঠানো উপাচার্যের তালিকাতেই এবার সিলমোহর বোসের

 


 

 

সুপ্রিম কোর্টের নির্দেশর পর রাজ্যে আর কোনও বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন থাকবে না। রাজ্যের উচ্চ শিক্ষাদফতরের অভিযোগ ছিল, তাদের না জানিয়েই নিজের পছন্দ মতো ব্যক্তিদের নিয়োগ করছেন বোস। সমস্যার সমাধানে রাজভবনে আসেন খোদ অ্যাটর্নি জেনারেল। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

 

 

আদালত নির্দেশ দেয় রাজ্যের পাঠানো তালিকা থেকে তাঁকে যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসাবে নিয়োগ করতে হবে। এরপর আদালতের নির্দেশ মেনেই রাজ্যের পাঠানো তালিকাতেই সায় দিচ্ছেন আচার্য সিভি আনন্দ বোস। এবার বাকি ২১টি বিশ্ববিদ্যালয় পেতে চলেছে স্থায়ী উপাচার্য। ইতিমধ্যেই তিনি দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন।

 

 

Supreme Court  আচার্য বোসকে নির্দেশ দিয়েছে রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন থাকবে না। আগামী শুক্রবারের মধ্যে সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলেছে তাঁকে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad