২৬ হাজার চাকরি বাতিলে স্থগিতাদেশ দিল Supreme Court ! চূড়ান্ত রায় ঘোষণা ১৬ জুলাই - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ৭ মে, ২০২৪

২৬ হাজার চাকরি বাতিলে স্থগিতাদেশ দিল Supreme Court ! চূড়ান্ত রায় ঘোষণা ১৬ জুলাই

 




২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ২৫৭৫৩ জনের চাকরি, কলকাতা হাই কোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ। তবে চাকরিহারারা অযোগ্য প্রমাণিত হলে বেতন ফেরত দিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জানিয়েছে, সিবিআই কিছু মামলায় তদন্ত চালিয়ে যাবে। ১৬ জুলাই এই মামলার চূড়ান্ত  নির্দেশ ঘোষণা করা হবে বলে জানিয়েছে Supreme Court



প্রধান বিচারপতি জানালেন, এখনই  চাকরি বাতিল করা হচ্ছে না। কেন স্থগিতাদেশ, তার ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন, যদি যোগ্য  এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তা হলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত কাউকে বেতন ফেরত দিতে হবে না।



তবে এসএসসির ২০১৬ সালের প্যানেলে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের মুচলেকা দিতে হবে। পরে তাঁদের নিয়োগ ‘অবৈধ’ বলে প্রমাণিত হলে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad