Dooars : ডুয়ার্সে ফের হাতি মৃত্যুর ঘটনা! - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

Dooars : ডুয়ার্সে ফের হাতি মৃত্যুর ঘটনা!

 


 

 

 

Dooars : বুধবার সকালে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি সেনা ছাউনিতে উদ্ধার হল অপ্রাপ্তবয়স্ক পুরুষ হাতির মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা। জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও। উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাষ্কর জেভি বলেন, হাতিটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে।

 

 

যদি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয় তাহলে আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে। জানা গিয়েছে, বুধবার ভোরের দিকে খাবারের খোঁজে রেতির জঙ্গল থেকে বেরিয়ে এক দল হাতি কারবালা চা বাগানের ১৬নং সেকশনে ঢুকে পরে। সেখান থেকেই একটি অপ্রাপ্তবয়স্ক পুরুষ মাকনা হাতি সেনাছাউনিতে ঢুকতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad