'রেপ হয়নি, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে' ! স্টিং অপারেশনে অকপট বিজেপি নেতা,বিপাকে পদ্ম শিবির - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

রবিবার, ৫ মে, ২০২৪

'রেপ হয়নি, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে' ! স্টিং অপারেশনে অকপট বিজেপি নেতা,বিপাকে পদ্ম শিবির


 সন্দেশখালির ঘটনায় যে কনো রেপ হয়নি পুরোটাই সাজানো সেটা এখন সংবাদ মাধ্যম থেকে সোশাল মিডিয়া সর্বত্র চর্চিত হচ্ছে। হবেই না কেনো কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে, সন্দেশখালিতে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ওঠা একের পর এক ধর্ষণের অভিযোগের গোটাটাই 'সাজানো'। আর সেই চিত্রনাট্যের নেপথ্য নায়ক একজনই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বয়ং।


বিজেপির স্থানীয় ১ নম্বর মণ্ডল সভাপতি শান্তি দলুই ও এক মহিলা জবারানি সিংয়ের গলাতেও শোনা গিয়েছে সেকথা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম। শনিবার বিকেলেই সেই ভিডিওকে সামনে রেখে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


তাঁর সাফ দাবি - 'এই স্টিং অপারেশনে সন্দেশখালিতে বিজেপির চক্রান্ত ফাঁস হয়েছে। বাংলার পাঁচ কোটি মহিলাকে গোটা দেশের মানুষের কাছে অপমানিত করতে এই নোংরা খেলা খেলেছে বিজেপি। দু’হাজার টাকার বিনিময়ে বাংলার মা-বোনেদের সম্ভ্রম দিল্লির কাছে বিক্রি করা হয়েছে। বিষয়টি আদালতের নজরে আনা উচিত।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad