মোদীভক্ত এ বার মোদীর বিরুদ্ধেই লোকসভার প্রার্থী বারাণসীতে ! - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মোদীভক্ত এ বার মোদীর বিরুদ্ধেই লোকসভার প্রার্থী বারাণসীতে !

 বারাণসীতে মোদীভক্ত এ বার মোদীর বিরুদ্ধেই লোকসভার প্রার্থী  !



বারাণসী লোকসভা কেন্দ্রে মোদীর বিরুদ্ধে এবার প্রার্থী হতে চান রঙ্গিলা। নির্দল হিসাবে এ বার লোকসভা ভোটে লড়াই করতে চলেছেন তিনি। এমন কী হল যে, এক কালের ভক্ত এ বার প্রতিদ্বন্দ্বী হতে চাইছেন ? তাঁর বক্তব্য, সুরাতে 'বিজেপির' মুকেশ লাল এবং ইনদওরে শঙ্কর লালওয়ানি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।


সেই পরিস্থিতি পুনরায় যাতে বারাণসীতে না হয়, সেটাই চান রঙ্গিলা। কে এই রঙ্গিলা ? ১৯৯৪ সালে জন্ম শ্যামের। রাজস্থানের হনুমানগড় জেলার মানকঠেরি বরণি গ্রামের কৃষক পরিবারের ছেলে। আসল নাম শ্যাম সুন্দর। অল্প বয়স থেকেই তাঁর ঝোঁক ছিল কৌতুকশিল্পের দিকে। স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে চাইতেন তিনি।


এক সময় নরেন্দ্র মোদিকে নিয়ে কৌতুক করে, অনুকরণ করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এবার সেই মোদীভক্ত এ বার মোদীর বিরুদ্ধেই নির্দল প্রার্থী বারাণসীতে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad