সপ্তর্ষি সিংহ: চতুর্থ ত্রৈমাসিকে কলকাতার Bandhan Bank এর মুনাফা হয়েছিল ৮১০ কোটি টাকা। চলতি অর্থবর্ষের জানুয়ারি-মার্চের ত্রৈমাসিকে নিট মুনাফা কমল। অনাদায়ী ঋণ খাতে টাকা সরিয়ে রাখা ও হিসাবের খাতা থেকে পুরোনো ঋণ মুছে ফেলার কারণে সার্বিকভাবে মুনাফা কমেছে বলে জানান বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও চন্দ্রশেখর ঘোষ। এদিন মিঃ ঘোষ বলেন, গত ত্রৈমাসিকে ব্যাঙ্কের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি দূরদর্শী পদক্ষেপ করেছি আমরা। পাশাপাশি, অনাদায়ী খাতে ১.৭৭৪ কোটি টাকা সরিয়ে রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আগামী দিনে বিপুল বকেয়া ঋণ আদায়ের মাধ্যমে ব্যাঙ্কের এসেট কোয়ালিটি উন্নত হবে বলে জানিয়েছেন। একইসঙ্গে সংযোজন গত ত্রৈমাসিকে ৫৩ টি নতুন শাখা খুলেছে ব্যাঙ্ক। এছাড়াও দেশের ৩৫ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ২৯৯ টি শাখা খুলেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন