সম্পর্কের ‘ভাঙা-গড়া’ গল্প নিয়ে বড় পর্দায় ডেবিউ করছেন নীল ভট্টাচার্য, প্রকাশ্যে এল ‘ভাঙা-গড়া’ ছবির প্লট - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ২৩ জুন, ২০২৩

সম্পর্কের ‘ভাঙা-গড়া’ গল্প নিয়ে বড় পর্দায় ডেবিউ করছেন নীল ভট্টাচার্য, প্রকাশ্যে এল ‘ভাঙা-গড়া’ ছবির প্লট

 সম্পর্কের ‘ভাঙা-গড়া’ গল্প নিয়ে বড় পর্দায় ডেবিউ করছেন নীল ভট্টাচার্য, প্রকাশ্যে এল ‘ভাঙা-গড়া’ ছবির প্লট

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য কে সকলেরই চেনা। বর্তমানে যিনি ‘বাংলা মিডিয়াম ধারাবাহিকে অভিনয় করছেন। তবে আর ছোট পর্দায় নয়, বড় পর্দাতে পা রাখতে চলেছেন অভিনেতা নীল ভট্টাচার্য। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ছবির গল্প। প্রসঙ্গত ৮ই জুন অর্থাৎ নীলের জন্মদিনে প্রকাশ্যে এলো ‘গুডবাই ভেনিস ছবির গল্প। যে ছবির মাধ্যমে টলিউডের বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন নীল। প্রসঙ্গত উল্লেখ্য, গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল পরিচালক নিলাঞ্জন মুখার্জি র ‘গুডবাই ভেনিস ছবির পোস্টার। তবে এবারে প্রকাশ্যে এল সেই ছবির প্লট। মূলত, পাঁচ বন্ধুর রোড ট্রিপকে কেন্দ্র করেই এই ছবির গল্প বানানো হয়েছে। আর সেই পাঁচ বন্ধুর মধ্যেই একজন হলেন নীল ভট্টাচার্য। সাথে দেখা যাবে সৌরভ দাস, দর্শনা বণিক, দিব্যাসা দাস  সহ আরো অনেক তারকাকে। মূলত, এই ‘গুডবাই ভেনিস ছবির মাধ্যমে তুলে ধরা হবে সম্পর্ক এবং বন্ধুত্বের মেলবন্ধনে জীবনের গল্প। গল্পটির প্রথম দিকে দেখানো হবে কলেজের শেষ দিনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটবে পাঁচ বন্ধুর জীবনে। যে ঘটনার কারণে পাঁচ বন্ধুর পথ আলাদা হয়ে যাবে। তবে পরবর্তীতে প্রায় তিন বছর পর একত্র হওয়ার জন্য বিদেশের রোড ট্রিপে যাওয়ার পরিকল্পনা করে তারা। পরিকল্পনা অনুযায়ী, পাঁচ বন্ধু মিলে মিলন থেকে ভেনিস পর্যন্ত রোড ট্রিপে যায়। ওই রোড ট্রিপে যাওয়ার সময় বিভিন্ন রহস্যের উদ্ঘাটন হয়। বেশ কিছু কারণে ভেঙে যায় তাদের সেই বন্ধুত্বের সম্পর্ক আবার ভেঙে যাওয়া সম্পর্ক জোড়াও লেগে যায়। তবে ছবি শেষে এটাই বোঝানো হবে যে জীবন সীমাবদ্ধ এবং সম্ভাবনাময়। তবে এই ‘ভেনিস গুডবাই ছবিতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস, নীল ভট্টাচার্য, দর্শনা বণিক এবং দিব্যাসা দাসকে। তবে পঞ্চম বন্ধু কে? সেই বিষয়ে এই ছবির টিমের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। মূলত সেই চরিত্রকে গোপনে রাখার সিদ্ধান্ত নিয়েছে ছবি নির্মাতারা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পরিচালক নীলাঞ্জন মুখার্জির প্রথম ছবি এটি। তাই তিনি এই ছবি নিয়ে খুবই উদ্বিগ্ন। এই ছবি বিষয়ে পরিচালক জানিয়েছেন, দর্শকমহলে এই ছবি বেশ আকর্ষণীয় হয়ে উঠবে। সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এই ছবির মাধ্যমে উদঘাটন করা হয়েছে। যা মানুষ নিজের জীবনের সাথে রিলেট করতে পারবেন। প্রতিটি দৃশ্যে রয়েছে প্রেম, বন্ধুত্ব এবং বাস্তব সম্পর্কের চিত্র। খবর হয়েছে, আগামী বছর ২০২৪ সালের প্রথম দিকেই শুরু হবে এই ছবির শুটিং। ‘গুডবাই ভেনিস ছবির পুরো শুটিং হবে ইতালি (Itali)-তে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন কুইন্টলেস স্টুডিওস। সৌম্য ঋত রয়েছেন সুর এবং সংগীতের দায়িত্বে। অপরদিকে ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অর্ণব লাহা।

 

Tags,#New Movie,Good bye Venice,Neel Bhattacharya,Nilanjan Mukherjee,Sourav Das,Darshana Banik,Dibyasha Das,Bangla Medium

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad