বিপ্লবী 'নিকুঞ্জ সেন' একশো সাতাশ তম জয়ন্তী পালন রাজারহাটে - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩

বিপ্লবী 'নিকুঞ্জ সেন' একশো সাতাশ তম জয়ন্তী পালন রাজারহাটে



বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটি পরিচালনায এবং  ব্যবস্থাপনায  রাজারহাট ভাতেন্ডা গ্রামে নিকুঞ্জ সেন সরণিতে 'নিকুঞ্জ সেন' এর মূর্তির সম্মুখে পালিত হল বিপ্লবী 'নিকুঞ্জ সেন' একশো সাতাশ তম জন্মদিন। বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা এল ৯১বি পুরাতন বাস স্ট্যান্ডে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম এর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয় এবং পরে নিকুঞ্জ সেন এর মূর্তির সম্মুখে জাতীয় উত্তোলন করেন বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক অসিত চ্যাটার্জী। উপস্থিত ছিলেন বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক প্রদীপ রায়, সদস্য সৃষ্টিধর হালদার, সদস্য সন্তোষ ব্যানার্জী, সদস্য সুখেন ঘোষ, সদস্য অরবিন্দ নাথ ও এছাড়া উপস্থিত ছিলেন আরও অনেকে বিশিষ্ট অতিথি বৃন্দ। কমিটির সহ-সভাপতি মাননীয় শ্রী রণজিত্ কুমার মণ্ডল ও বাকিরা বিপ্লবী 'নিকুঞ্জ সেন' সম্পর্কে তাদের নিজ নিজ বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত পরিবেশন হয়। অনুষ্ঠানটি সমাপ্ত হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad