উদ্ধার বিরল প্রজাতির মূল্যবান তক্ষক
'টোকো গেকো' প্রজাতির
তক্ষক উদ্ধার করা হয়েছে। ভারতের পাঁচলায় সোমবার দুপুরে জালালসির বাগপাড়ার একটি বাড়ির
পিছন থেকে সেটি উদ্ধার করেন হাওড়ার উলুবেড়িয়া বন দপ্তরের কর্মীরা। তক্ষকটিকে গড়চুমুক
প্রাণী চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন যাবৎ বাগপাড়ার
বাসিন্দারা একটি শব্দ শুনতে পাচ্ছিল। কোথা থেকে শব্দটি আসছে তা নিয়ে এলাকায় এক প্রকার
ভীতির সঞ্চার হয়। এরপর বাসিন্দারা দেখতে পান ওই তক্ষকটিকে এলাকার একটি রাজনৈতিক দলের
দপ্তরে। তারাই বন দপ্তরে খবর দেন। শনিবার থেকে তক্ষকটিকে ধরার জন্য বন দপ্তরের কর্মীরা
তল্লাশি অভিযান শুরু করেন।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ
করে বন দপ্তরের কর্মীরা জানতে পারেন, ওই পার্টি অফিসে মাঝে মধ্যেই প্রবেশ করে তক্ষকটি।
সোমবার সকালে তক্ষকটিকে পার্টি অফিসের পিছনের দেওয়ালে দেখতে পান বন দপ্তরের কর্মীরা।
সেখানেই তক্ষকটি সাবধানে ধরা হয়। এ প্রসঙ্গে উলুবেড়িয়া বন দফতরের রেঞ্জ অফিসার উৎপল
সরকার বলেন, এটা ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ১ নম্বর তফসিলের (সিডিউল ওয়ান) পর্যায়ভুক্ত
বিরল প্রজাতির সরীসৃপ। চোরাচালানকারীদের বাজারে এর যথেষ্ট মূল্য রয়েছে। সাম্প্রতিক
কালে উত্তরবঙ্গ-সহ রাজ্যের বেশ কিছু এলাকায় চোরাচালানকারীদের থেকে তক্ষক উদ্ধারও করেছেন
বনকর্মীরা। উৎপল বলেন, তক্ষকটি এক ফুটের কাছাকাছি লম্বা। স্ত্রী প্রজাতির। আমরা সেটিকে
উদ্ধারের পর পর্যবেক্ষণের জন্য গড়চুমুকে পাঠিয়েছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন