ট্রাফিকের নির্দেশে বিমান অবতরণ শিক্ষানবিশ পাইলটের! - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

সোমবার, ২৪ মে, ২০২১

ট্রাফিকের নির্দেশে বিমান অবতরণ শিক্ষানবিশ পাইলটের!

ট্রাফিকের নির্দেশে বিমান অবতরণ শিক্ষানবিশ পাইলটের!

উপস্থিত বুদ্ধি থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। চাই শুধু আত্মবিশ্বাস। কী ঘটেছে?‌ বিমান চালানো শিখতে গিয়ে বিপদে পড়েছিলেন শিক্ষানবিশ ম্যাক্স সিলভেস্টার। যিনি তাকে বিমান চালানো শেখাচ্ছিলেন তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন ওই বিমানে। শিক্ষার্থী যুবক সিলভেস্টার তখন অতল সাগরে পড়েছেন। কী করে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন?‌ ভাবনার সঙ্গে চলে উৎকন্ঠাও। জানা গেছে, গত শনিবার প্রশিক্ষকের সঙ্গে সিলভেস্টার সেসেনা-১৫২ টু সিটার বিমানে উড়েছিলেন আকাশে। ওড়ার কিছুক্ষণ পরেই প্রশিক্ষক অজ্ঞান হয়ে যান। এদিকে, বিমান চালানোর কিছুই জানেন না সিলভেস্টার। প্রথমদিন তিনি প্রশিক্ষণ নিতে উড়েছিলেন। অবশেষে তিনি ফোন করলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলে।

তারপর?‌ এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে ম্যাক্স জানান, ‘‌বিমানচালক অজ্ঞান হয়ে আমার গায়ের ওপরে ঢলে পড়েছেন। আমি চেষ্টা করছি যাতে তিনি পড়ে না যান। কিন্তু তিনি গড়িয়ে পড়ে যাচ্ছেন।’‌ উল্টোদিক থেকে কন্ট্রোলার তাকে প্রশ্ন করলেন, ‘‌তুমি কি প্লেন চালাতে জানো?’‌

শান্ত গলায় সিলভেস্টার বলেন, ‘‌আমি প্রথমবার বিমান চালানো শিখতে উঠেছি। কন্ট্রোলার তখন তাকে উৎসাহ দেওয়ার জন্য বলেন, ‘‌তুমি খুব টেনশনে আছ বুঝতে পারছি। চিন্তা করো না। আমরা তোমাকে বিমান নামাতে সাহায্য করব।’ এরপর চলে একের পর এক নির্দেশ। যার সাহায্যে সিলভেস্টার সত্যিই কন্ট্রোলারের নির্দেশ মেনে বিমানটি জানদাকোট এয়ারপোর্টে নামিয়েছেন। প্রশিক্ষক অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল ফ্লাইং স্কুলের সঙ্গে যুক্ত। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন অবশ্য সুস্থ আছেন।‌‌

খবর ও ছবি: সংগৃহীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad