প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্ত্রী দীপা চট্টোপাধ্যায় - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

সোমবার, ৫ এপ্রিল, ২০২১

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়


চলেগেলেন দীপা চট্টোপাধ্যায়


সংবাদদাতা,সঞ্জু কর্মকার :- স্বামী সৌমিত্র চট্টোপাধ্যায়-এর মৃত্যুর সাড়ে চার মাসের মধ্যে চলে গেলেন দীপা চট্টোপাধ্যায় । সৌমিত্র চট্টোপাধ্যায়-এর মৃত্যু হয় গত ২০২০ সালের ১৫ নভেম্বর, আর রবিবার ৪ এপ্রিল ভোর ৩ টে নাগাদ তাঁর মৃত্যু হয় সল্টলেকের কলম্বিয়া এশিয়া হাসপাতালে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর ।


হাওড়া গার্লস স্কুল ও লেডি ব্রেবোর্ন কলেজের ছাত্রী দীপা চট্টোপাধ্যায় ছোট থেকেই ছিলেন একজন ভাল ব্যাটমিন্টন খেলোয়াড । তখন থেকেই তাঁর সঙ্গে পরিচয় হয় সৌমিত্র চট্টোপাধ্যা-এর । সেই পরিচয় বিয়েতে পরিণত হয় ১৯৬০ সালে ।


সংখ্যায় কম হলেও দীপা অভিনয় করেন “বিলম্বিত লয়”, “দুর্গা”, “দ্য ট্রি”-র মতো বেশ কয়েকটি সিনেমাতে । বিগত ৪৫ বছর ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন দীপা চট্টোপাধ্যায় । মৃত্যুর সময় রেখে গেলেন কন্যা পৌলমী চট্টোপাধ্যায় ও পুত্র সৌগত চট্টোপাধ্যায়-কে ।


ছবি সৌজন্য – প্রতাপ কুমার দাশগুপ্ত ।

খবর সৌজন্য –  আমার বিনোদন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad