মরিচিকা কলমে ~ হাসনানুর রহমান - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

সোমবার, ১০ মে, ২০২১

মরিচিকা কলমে ~ হাসনানুর রহমান


মরিচিকা

লমে ~হাসনানুর রহমান

হাসনানুর রহমান



মরিচিকা

লমে ~হাসনানুর রহমান


তার পাখি হয়ে উড়ার ইচ্ছে দেখে,
নিজেই আকাশ হয়েছিলাম।
ভেবেছিলাম থাকুক আমার বুকে।

বৃষ্টির জলে একবার তার উচ্ছ্বাস দেখেছিলাম।
আমি বুক জুড়ে মেঘ জমালাম।।
তাকে আলিঙ্গন করবো বলে।

সাগর নাকি তার বেশ পছন্দ!
আমি ঢেউ হয়ে আছড়ে পড়লাম তীরে।
সে ছুয়ে দিবে বলে।

আনমনে একদিন বলে ছিলো সে দিগন্ত ছুঁতে চায়,
আমি পাহাড় হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম।
সে আসবে বলে।

শুনেছি, তার জোছনা ভালো লাগে,
আমি রাত হয়ে গেলাম।
সে অধীর আগ্রহে দেখবে বলে।

মলিন সুরে বলেছিলো, তার একলা চলতে ভয় হয়।
আমি ছায়া হয়ে তার পিছু নিলাম।
তার সাথে চলবো বলে।

ভুলে গেছিলাম অন্ধকারে ছায়া নিস্ব হয়ে পড়ে।
চাইলেই সাথে হাটা যায় না, ঢেকে যায় অন্ধকারে।


লমে ~হাসনানুর রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad