কবিতা- 📃 ধোঁয়া
কলমে- ✍ প্রিয়াঙ্কা পিহু কর্মকার
নিঃসাড় দেহ ... বুকের খাঁচায়
আকুতি আঘাত করিস
প্রতিদিন বিষাক্ত ভালোবাসায়
নিজেকে মিশিয়েছে ।
মৃত্যু চুম্বনে হৃদয় হয়েছে আবেগহীন
এ কোন নেশায় নিজেকে হারাস ।
ধূলার বসে ধূলো মাখছিস গায়ে?
রঙীন স্বপ্নের মুখোশে ,
নিজের একাকীত্বকে নিত্য লুকাস ।
চেয়ে দেখ তোর শৈশব হাহাকার করছে ,
কৈশোরের উদ্দমতার কাছে :
অতীতের উচ্ছাস,
আজ বর্তমানের বিভীষিকায় পরিণত
মায়ের আচঁলের কমলতায়
পোড়া ছাই র ধূসরতা আছে লেগে ।
চারিদিকে আজ তোর ,
কালো ধূসরতা ছেয়ে ।
নগ্ন ধোয়াঁয় -
ধ্বংসলীলা চলছে, চলছে, চলছে....
✍প্রিয়াঙ্কা পিহু ✍
কলমে- ✍ প্রিয়াঙ্কা পিহু কর্মকার
নিঃসাড় দেহ ... বুকের খাঁচায়
আকুতি আঘাত করিস
প্রতিদিন বিষাক্ত ভালোবাসায়
নিজেকে মিশিয়েছে ।
মৃত্যু চুম্বনে হৃদয় হয়েছে আবেগহীন
এ কোন নেশায় নিজেকে হারাস ।
ধূলার বসে ধূলো মাখছিস গায়ে?
রঙীন স্বপ্নের মুখোশে ,
নিজের একাকীত্বকে নিত্য লুকাস ।
চেয়ে দেখ তোর শৈশব হাহাকার করছে ,
কৈশোরের উদ্দমতার কাছে :
অতীতের উচ্ছাস,
আজ বর্তমানের বিভীষিকায় পরিণত
মায়ের আচঁলের কমলতায়
পোড়া ছাই র ধূসরতা আছে লেগে ।
চারিদিকে আজ তোর ,
কালো ধূসরতা ছেয়ে ।
নগ্ন ধোয়াঁয় -
ধ্বংসলীলা চলছে, চলছে, চলছে....
✍প্রিয়াঙ্কা পিহু ✍


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন